আমাদের দেশে বত`মানে পীর ব্যবসার চেয়ে লাভ জনক ব্যবসা দিতীয়টি নাই...
একবার জনপ্রিয়তা পেলে আপনার ১৪ পুরুষের কিছু করে খেতে হবেনা...
পীরের ভন্ডামীর প্রমান ০১:-
দেওয়ানবাগী পীর আশেকে রাসুল>> রাসুলের প্রেমে মশগুল... তিনি ইরাক যুদ্ধের সময় সব অন্ত`চক্ষু খোলা বাদশাদের সাথে মিটিং করেন.... তিনি পৃথিবির সব বাদশাদের বাবা.... তিনি বাদশাদের বলেন যে রাসুল সা: যেন অনুমুতি দেন দেওয়ানবাগীকে ব্যবস্হা নিতে.... কিন্তু রাসুল অনুমুতি দেন নাই... তাই ইরাক যুদ্ধের এই পরিনতি.... দেওয়ানবাগীর নিজের মুখেই শুনেন
পীরের ভন্ডামীর প্রমান ০২:- >> তিনি ধমের সমস্যা অপারেসন করে সমাধান কেন.... তিনি যেহেতু রাসুলের সাথে সম্পক আছে তাই তার সাথে দিল মিশালে রাসুলের সাথে +আল্লাহের সাথে দিল মেশানোর সুবিধা মুরিদরা পাইতেছে...
পীরের ভন্ডামীর প্রমান ০৩:-
মুরিদের কি করতে হবে তার বন`না এই খাদেমে কিদরতে খোদার কথায় বুঝতে পারবেন... >> মানতের টাকা বিশ্বআশেকে রাসুল সম্মিলনের আগেই আদায় করতে জোর দিতেছেন... তিনি বলতেছেন পীর মুরিদকে রাসুল ও আল্লাহেকে পাওয়া দিতে পারে... তাকে পূনিমার চাদে দেখা যায়... দেওয়ানবাগী মুরিদের কবরে গিয়ে নিয়ে আসবে..... মুক্তি করার ক্ষমতা+ আল্লাহের কাছে সুপারিস করার ক্ষমতা একমাত্র দেওয়ানবাগীর ....
পীরের ভন্ডামীর প্রমান ০৪:-
রমজান মাসে মেজ হুজুর ( পীরের মেজ ছেলে) সৌদি আরবে গ্রেপ্তার হয়.... তাকে মেরে ফালার চেস্টা করেছে...তাকে রক্ষার জন্য পীর আল্লাহের কাছে কুতুবুল আফতাফকে ৫ বার আল্লাহের কাছে পাঠাইছেন কিন্তু আল্লাহ কোন জবাব দেন নাই...নিরব... কিন্তু যখন দেওয়ানবাগীর রেফারেন্স দিয়ে আল্লাহের কাছে দাবি করলেন তখন আল্লাহ বললেন" তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে.." (১০মি

ভন্ডপীর মিলাদ পড়ার সময় রাসুল সা: , আলী রা: , ফাতেমা রা: , হাসান সা: , হোসেন রা: মিলাদে এসেছেন...এবং পীরের শিনার ভতরে প্রবেশ করেছেন/ ( ১৮ মি

ভন্ডপীর মেয়ে যখন মদিনাতে গেছেন তখন তার সাথে রাসুল সা: এবং ফাতেমা রা: হয় এবং ফাতেমা রা: তাকে জড়াইয়া ধরেছেন


পীরের স্ত্রী কবরের থেকে সবার সাথে কথা বলে...
পীরের ভন্ডামীর প্রমান ০৫:- ফাতেমা রা: এর রুহু থাকে দেওয়ানবাগীর কাছে আর দেহ আছে করবে... ( ২.৩৫মি



এই সব ভিডিও দেখতে মনে হয় উনি আসলে মানসিক রুগি... উনার হেলুসিনেসন হয়..সেটাই সবার সাথে সেয়ার করে...
আর তার মাহফিলে হাজারো মানুষ কেন যায়???
মানুষের কবে সত্যকে খুজে নেবার অনুভুতি হবে??


সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৩ সকাল ১০:২৬