১ম পব`
হোমিওপ্যাথি ঔষুধ যথন তৌরি করা হয় তখন যে পদ্ভতীতে করা হয় তাকে ডায়লুসন বলে.... গত পবে` এই নিয়ে লিখেছিলাম.... এই পদ্বতীতে একটা প`যায়ে মূল উপাদানের ১টা মৌলও আর ঐ পানির দ্রবনে থাকেনা...
হোমিওপ্যাথি দাবি করে যে পানি ঐ মুল উপাদানের গুনাগুন মনে রাখে.... একে পানির সৃতিশক্তি বা water memory
১৯৮৮ সালে ফরাসী গবেষক Jacques Benveniste নেচার পত্রিকায় দাবি করেন যে তার টিম পানির ম্যমরীর প্রমান পেয়েছেন। তার এই দাবি হোমিওপ্যথির তত্বের প্রমান করে...
১ সপ্তাহ পরে নেচার পত্রিকা ৩ সদস্য বিশিস্ট একটি দল Jacques Benveniste এর ল্যাবে পাঠায়...
সদস্য:-
১) Nature editor and physicist Sir John Maddox,
২) American scientific fraud investigator and chemist Walter Stewart
৩) skeptic and former magician James Randi.
তাদের সামনে Jacques Benveniste এর টিম তাদের দাবির সত্যতা প্রমানে ব্যথ` হয়...
২০০২ এ বিবিসি হোরাইজন টিম James Randi.এর ১ মিলিওন ডলার পুরুস্কারের চ্যালেন্ঞ এ এই ম্যমরী অফ ওয়াটারের প্রমানের জন্য টিম গঠন করে.... একটু কস্ট কইরা পুরা ৫টা পব` দেখলে পুরা প্রকৃয়াটা বুঝতে পারবেন...
আবার ২০০২ এ এই নিয়ে গবেষনা করে বিবিসি..
*বিবিসি ইংল্যাংডের বিক্ষাত ল্যাবের টেকনেসিয়ান নিয়ে একটি দল গঠন করে...
*রয়েল সোসাইটি অফ সায়ান্স এর ভাইস প্রসিডেন্ট প্রফেসর জন এনডেবী এর তদারকি করেন...
* জেমস রেন্ডী আমেরিকা থেকে আসেন তার ১ মিলিওন ডলারের চেক নিয়ে ...
তারা ১টি হোমিওপ্যাথির দ্রবন তৈরি করেন হিসটামিন থেকে>>
আরেকটি দ্রবন তৈরি করেন বিশুদ্ধ পানি থেকে>>>
ইউনিভাসিটি অফ লন্ডনের প্রফেসর পিটার মব হোমিওদ্রবন গুলি তৈরি করেন... তিনি ১০ টিউবে ৫টিতে হিসটামিনএর দ্রবন এবং ৫টিতে বিশুদ্ভ পানি ডায়লুটকরেন >>> তার টিম এই ১০ টিউবকে ১৫সি পযন্ত দ্রবনে ডায়লুট করেন...
দুটি ল্যাবে এই দ্রবন থেকে নিয়ে মানুষের রক্তে উপরের দ্রবন দিয়ে তাতে রক্ত কনিকায় কোন প্রভাব পরেছে কিনা তা পরিক্ষা করা হয়...
কিন্তু তাতে হোমিওদ্রবনে যেটা হিসটামিন থেকে বানানো হয়েছিলো তার প্রতিকিৃয়া আর বিসুদ্ধ পানির দ্রবনের প্রতিকিৃয়া সমানই ছিলো....
২০০২ এ গবেষনাতেও পানির ম্যমরীর তত্বটির প্রমান হয়নাই... যা হোমিওপ্যাথি ঔষুধের মুল প্রকৃয়া...
তাই বত`মানে বাজারে হোমিওপ্যাথি নামের যেই সব ঔষুধ পাওয়া যায়... তা বিশুদ্ধপানির দ্রবন ছাড়া কিছুইনা...
some more video > Marketplace - Homeopathy: Cure or Con?
part 1
2nd part
আগের পব`.> হোমিওপ্যাথি ____ ঔষুধ না কি ফাকি? ১ম পব` Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০