এ সাইটে যেসব বিষয়ের পূর্নাঙ্গ টিউটোরিয়াল থাকবে-
এইচটিএমএল (HTML)-৩৪ টিরও বেশি টিউটোরিয়াল
সিএসএস (CSS)-২১টিরও বেশি টিউটোরিয়াল
এক্সএমএল (XML) পূর্নাঙ্গ ধারনা
জাভাস্ক্রিপ্ট (javascript)-প্রায় ২৫টি শুধু এর কাজটুকু বাকি আছে এটা শেষ হলেই সাইট পাবলিশ হবে।
পিএইচপি এডভান্সড এবং প্রাথমিক (Basic & Advanced PHP) ২৭ টিরও বেশি
পিএইচপি ফ্রেমওয়ার্ক -কোডইগনাইটার(PHP Framework-CodeIgniter) পূর্নাঙ্গ ধারনা
ডেটাবেস (SQL)১৫ টিরও বেশি
MySQL এবং PHP ৯টিরও বেশি
ডোমেইন নাম এবং হোস্টিং (Hosting) ৭টিরও বেশি
ফটোশপ প্রাথমিক এবং এডভান্সড (Photoshop advanced+Basic)প্রায় ২০ টি
সাইটের অন্যতম আকর্ষন ফোরাম।কোন টিউটোরিয়াল পড়ে বুঝতে না পারলে এই ফোরাম ব্যাবহার করবে।পূর্নাঙ্গ এই বাংলা ফোরামটিতে যেকেউ সমস্যার কথা লিখে সমাধান নিতে পারবে।
প্রায় ১০০০ গজল/হামদ/নাত/Nasheeds থেকে বাছাইকৃত (বাংলাসহ ৫টি ভাষার) ৬০ টি সর্বশ্রেষ্ঠ nasheeds থাকবে একটা ইসলামিক পেজে যা অনলাইনে শুনতে এবং ডাউনলোড করতে পারবে।এছাড়াও ওয়েব ডিজাইন/ডিভলপমেন্টর প্রাথমিক ধারনা,এর ভবিষ্যত,পাশ্ববর্তী দেশ ওয়েব ডিভলপমেন্ট দিয়ে কত কোটি ডলার মসে আয় করছে এসব তথ্যও থাকবে।
বি.দ: বাংলাদেশে এর চেয়ে বড় বাংলা টিউটোরিয়াল সাইট আছে তবে ওয়েব ডিজাইন/ডিভলপমেন্ট শেখার নয় অথবা পূর্নাঙ্গ নয়।