যদি তাতে তোমার স্মৃতি জড়িয়ে থাকে...
বেদনার ছবিটা হোক না আরো নীল-
যদি তুলিতে তোমার স্পর্শ থাকে!
হৃদয় ভেঙ্গে দিলে কাঁদবো না-
সে অধিকার টুকু দিয়েছি তোমাকে।
ভুলে যাও আমাকে, আর
ক্ষমা করো...
কখনো যদি শুনতে পাও আমি আর নেই,
কেঁদোনা...
আমার যে খুব কষ্ট হবে তাতে
শুধু ফেলো একটু দীর্ঘশ্বাস-
মৃত্যু স্বার্থক হতো....