ঢাকা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানসিকতার দিক থেকে একই সমান্তরালে রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী ও বিদ্রোহী কবিতার ৯০ বর্ষ পূর্তিতে বাংলাদেশ ও ভারতের যৌথ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়।
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর ইচ্ছা ছিল শোষণহীন বাংলাদেশ গড়া। নজরুলও চেয়েছিলেন বঞ্চনাহীন অসাম্প্রদায়িক সমাজ গড়তে। দু’জনের একই স্বপ্ন ছিল। যেখানে মৌলিক অধিকার নিশ্চিত হবে, সব মানুষ এক হয়ে বাস করবে।’
তিনি বলেন, ‘এজন্যই নজরুল ও বঙ্গবন্ধু একই সমান্তরালে।
===============
আর বাকিটা কপি করলুম না। লাগলে দেখিয়া লন।
খালি একটাই কথা,'কিসের মধ্য কি??' বেশি কথা কইতে গিয়ে শেষে গুম হই আরকি ।
