১.
সামহোয়্যারে লেখালেখি করতেন এরূপ কিছু কিছু কুতুব ঠিক করিয়াছেন তাহাদের এইবার আরেকটু এলিট হইতে হইবে।
এলিট হইতে হইলে কি করিতে হয়?
যেমনটি সকল এলিটেরা করেন, তাহারা নিজেদের অংশগ্রহনের জন্য এক্সক্লুসিভ ক্লাব খুলিয়া বসেন। ক্লাবের নাম যাহাই হউক না কেন, উহার কমন নাম হইতে পারে, "'পারস্পরিক পিঠ চুলকাচুলকির বৈঠকখানা"।
যেমনটা এর আগে একবার হিন্টস দিয়াছিলাম অনেকটা সেরইকম।
কিন্তু পিঠ চুলকাচুলকির বৈঠকখানার একটাই সমস্যা। বিতর্ক করার প্রতিপক্ষের বড়ই অভাব। তাই ঝগড়ামুখী রমনী চরিত্রের সেইসকল কুতুবকে দেখা যায় আবারও ঐ। ঘুরেফিরে। পিঠ চুলকানোর জন্য তাহারা রিক্রুট করে পাবলিক ডাকিয়া। "দাওয়াত"। ভাই এমএসএন এ আসেন, একটা কথা বলি কানে কানে। ভাই আপনার ইমেইল এ্যাড্রেসটা দিয়া যান, গোপন কথা আছে।
২.
ইন্টারেকশন ভালো। দাওয়াত অতি সুন্নতী কর্ম। এই পর্যন্ত সমস্যা ছিলো না। সমস্যা অন্য যায়গায়। মূল সমস্যা হইলো ঐ সকল কুতুবদের অনেকে ইতিমধ্যেই ঘোষণা দিয়াছেন তাহারা সামহোয়্যার ছাড়িয়া যাইতেছেন। গিয়াছেনও। কিন্তু যুইত না পাইয়া অনেকে দ্রুত কিছু অন্য নিক খুলিয়া এইখানে বমি, হাগু করিতে আসিতেছে। একবার দাফন দেওয়া নিকে তো আর দুবারা ব্লগাইতে পারেন না। একটা প্রেসটিজ বইলা ব্যাপার আছে না!
অত:পর প্রত্যাবর্তন। হাজার হইলেও তাহাদের মুখরা-রমনী-ঝগড়াটে স্বভাবটাতো এক রাতে পাল্টানো যায় না!
৩.
গত কয়েক দিন বা সপ্তাহে বেশ কয়েকটা নিক ব্লগের জন্য নতুন ডিসটার্বিং এলিমেন্ট হইয়া দাড়াইয়াছে। কতৃপক্ষকে অনুরোধ করিবো এইসব নিকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা লইতে।
চিহ্নিত করা সহজ। উহাদের প্রায় সকলেই ছাগলের প্রেমে অবসেসড। কেউ আবার গাধার ছবি ছাড়া পোস্ট করিতে শরম পায়। নিক খোলা হয় গালি দিতে। ভাবখান এমন: 'গালি দিলেই গাজী'।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৭ রাত ১২:২৯