এর মাঝে সবচেয়ে বড় প্রাপ্তি মনে হয়, 'অপরবাস্তব'। ব্লগে না ঢুকলে হয়ত জানতামই না এই বইটার কথা। আর, অসম্ভব ভাল কিছু লেখা হয়ত চোখের আড়ালেই থেকে যেত। সবাইকে ব্লগে ভার্চুয়ালি দেখি। ব্লগারদের চিনি তাদের নিক থেকে, তাদের প্রোফাইল ইমেজ থেকে। এই বইয়ের মাধ্যমে তাদের নিজ নামে গল্প পড়লাম। কিন্তু, আশ্চর্য হয়েছিলাম একটা ব্যাপার দেখে.. সম্পাদকের নাম তার নিজের নামে নয়!! এখানেও নিক!! ভাবলাম, আজিব!! সবার নাম আছে, কিন্তু সম্পাদকের নিজের নামই নাই!! আবার ভাবলাম, সম্পাদক মনে হয়, নিজের প্রচার চান না। সকলের আড়ালে একটা সুন্দর কাজ করে সবাইকে উপহার দিতে চান। তাই তার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা।
কিছুদিন পর ব্লগের পিকনিকে গেলাম। সেখানে দেখি সবাই সম্পাদকের নিক সহ আরো কয়েকটি নিকের মালিকানা দাবি করছে!! অবাক হবার পালা!! এ কি করে সম্ভব। একটি নিকের মালিকানা একাধিকজন করে কি করে!!
ব্লগ জীবনের প্রথম দিকে দেখি কি সব আনব্যান-ব্যান নিয়ে মাতামাতি। অনেক চলে যাচ্ছি বলে পোস্ট দিচ্ছেন.. আবার কেউ কেউ "খুদাফেজ" বলে তাকে সমবেদনা দিচ্ছেন, কেউ বা দিচ্ছেন খোঁচা!! তখন বুঝি নাই!! এখনও বুঝি না। প্রথম থেকেই অনেকে দেখি প্রোফাইল ইমেজে কি সব "আনব্যান অমুক", "আনব্যান তমুক" লাগিয়ে রাখছে!!
মাঝে একটু স্বস্তির পর ইদানিং আবার এই ব্যাপার শুরু হয়েছে!! ধুম-ধাম ব্যান- জেনারেল!! হুট করে একজনকে জেনারেল। যেখানে সামু নিজেই একাধিক নিক সমর্থন করে, সেখানে তার অন্যান্য সকল স্ব-ঘোষিত নিক-ও ব্যান!! এমন কি একজনের ক্ষেত্রে নাকি লগ-ইন ব্যান!!
তাতে কি!! আমরা ম্যাঙ্গো ব্লগার। আমরা ব্যান হলেই কি, আর না হলেই কি?? আমাদের জন্য তো আর হিট বাড়ে না। কাজেই এটা কোন ধর্তব্য বিষয় না।
কিন্তু, "
১. তবে লোকালটকের বিষয়ে যাবতীয় কিংবদন্তী সবসময়ই দারুন উপাদেয়। লোকালটক যেখানে মন্তব্য করে সে পোস্ট অতিরিক্ত হিটে নুয়ে পড়ে।
২. লোকালকেন্দ্রিক যেকোন গল্প সুপারহিট, উত্তেজনার রসদে পরিপূর্ণ। "
আমার বক্তব্য না। একজন সুপরিচিত ব্লগারের পোস্ট থেকে উদ্ধৃতি।
কাজেই সামু'র কি এখন হিটের দরকার নাই?? কর্তৃপক্ষের কি উচিত না, লোকালটকের জেনারেলশিপ তুলে নেয়া??
সেই লোকালটক নাকি এখন জেনারেল। এই খবর আমরা জানলাম না। কেউ কিছু বলল না। কিন্তু, খবর চলে আসল। ম্যাঙ্গো পাব্লিকরা তাদের জেনারেল হওয়ার খবর জানিয়ে পরিচিতদের মেইল করে। তাদের পোস্টে গিয়ে মন্তব্য করে। কিন্তু, "কিংবদন্তী"র এমন কার্জ তো মানায় না। কাজেই, তিনি নিশ্চুপ। তার জন্যে সমবেদনা.. "প্রিয় ব্লগার লোকালটক জেনারেল হওয়ায় আমি সমব্যাথী। "
একলা সমব্যাথী কি মানায়?? তাই, আমিও সমব্যাথী হইলাম!!
একখান ফটুকও লাগাইলাম!!!


আপনেরাও লাগাইতারেন!!!

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৮:৪৩