একদিন বন্ধুদের আড্ডায় ব্লগ নিয়ে আলোচনা শুরু হয়, আমি জানতে চাইলাম ব্লগটা কি জিনিস? পাশে থাকা একজন আমার মুখ চেপে বলল আরে হারারমজাদা আস্তে বল। ভয়ে এইখানে নাইবা বললাম তাই বলে থেমে থাকার মত ভদ্রলোক আমি না। আমাকে কিছু নিষেধ করা হলে সেইখানে কিউরিসিটি একটু বেশিই কাজ করে। শুধু আমার একার না বোধহয় অধিকাংশের বেলায় এমনটা হয়, আমার বেলায় একটু বেশি হয় বলেই বাবার চোখ ফাকি দিয়ে ১৭ বছরে তসলিমা নাসরিন এর “আমার মেয়েবেলা” বইটা পড়ে ফেলেছি।
একদিন এক বড় ভাইয়ের শরণাপন্ন হয়ে তার কাছথেকে ব্লগ সম্পর্কে মোটামুটি ধারনা নেই, পাশাপাশি আমাকে কিছু ব্লগারের আইডি লিঙ্ক দেন, তার মধ্যে অন্যতম ছিল দূর্যোধন দা’র ব্লগলিঙ্ক । সেইদিন থেকে শুরু হয় দিনে রাতে রুটিন করে দূর্যোধন দা’র ব্লগ পড়া। কখন সকাল হতো টের পেতামনা। এরপর একদিন আড্ডায় আমি ব্লগ নিয়ে আলোচনা শুরু করলাম। তখন পরিবেশটা এমন ছিলো যে, সাধারন মানুষ ব্লগার মানেই নাস্তিক বা ছাগুর দল বুঝতো। সবাই খুব আস্তে আস্তে কথা বলছে আর আমাকে বুঝানোর চেষ্টা করতেছিল। আমি ঐ দু’জনের কানের কাছে গিয়ে বললাম রাম ছাগলের দল শোন, ব্লগার মানেই নাস্তিক আর ছাগু না। তোর কম্পিউটারে যেমন বিভিন্ন ফাইলের পাশাপাশি ভাইরাস আছে, ঠিক তেমনি ব্লগেও নাস্তিক, ছাগু নামে দুইটা ভাইরাস আছে, ভাইরাস যেমন একটা প্রোগ্রাম, ছাগু নাস্তিক ও তেমন এক একটা ব্লগার। এবং দূর্যোদা সহ আরো কিছু আমার প্রিয় ব্লগারদের লিঙ্ক ওদেরকে দিলাম। সেদিনের পর থেকে আমাদের সার্কেলের অনেকেই ব্লগ নিক খুলি, এবং নিয়মিত ব্লগ পড়ি, তবে ব্লগে লেখা হয়নি কখনও। হঠাৎ কর্ম ব্যস্ততায় জড়িয়ে পড়ায় ব্লগে তেমন আসা হয়নি, বেশ কিছুদিন পরে এসে দেখি দূর্যোদার নতুন কোন ব্লগপোস্ট নেই। ভেবেছিলাম তিনিও আমার মতোই কর্ম ব্যস্ততায় ব্লগে আসতে পারছেননা। হয়ত ফ্রী হলে অবশ্যই ফিরে আসবেন। কিন্তু কয়েকদিন আগে ফেসবুকে তার মুভি রিভিউ টাইপ লেখা দেখে খুব খারাপ লেগেছে। আমি জানিনা বা কোনদিন জানার চেষ্টাও করিনি বা করার মতো কোন সুযোগও পাইনি, যদি পারতাম তবে জিজ্ঞাসা করে দেখতাম তিনি ব্লগে কেন পোস্ট দিচ্ছেননা।
শুধু এটুকুই বলবো দূর্যোধন দা আপনার মতো ব্লগার যদি ব্লগিং ছেড়ে দেন তবে কি হবে না হবে আমি জানিনা, শুধু এটুকু জানি আমার মতো কিছু সাধারন ব্লগ রিডাররা ব্লগ থেকে যে আনন্দটা নিতো সেটা হয়তো হারাবে। আমার মত আরো অনেকেই আছে যারা সবাই চায় আপনি আবার ফিরে আসুন এবং আমাদের সবার আনন্দ টুকু ধরে রাখুন।
ছবিঃ সংগ্রহীত।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৫