নঈম নিজামের যুক্তিঃ আওয়ামী লীগের আগের সরকারের সময় খালেদা জিয়ার একটি রোডমার্চে বাধা দেয়ার জন্য নাকি শামীম ওসমানকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুরোধ করা হয়। কানন প্রধানমন্ত্রী আশংকা করছিলেন যে খালেদার রোডমার্চে নাশকতামূলক কর্মকান্ড হতে পারে। তাই তিনি তার পিএসকে দিয়ে শামীম ওসমানকে অনুরোধ করেন যেন খালেদার রোডমার্চ পন্ড করে দেয়া হয়। শামীম ওসমান জনস্বার্থে প্রধানমন্ত্রীর হুকুম মানতে গিয়ে খালেদার রোডমার্চে হামলা করেন। এবং তার পরে থেকে মিডিয়া তাকে( বিনাদোষে) গডফাদার বানিয়ে রেখেছে।

আসল কথাঃ শামীম ওসমানকে নির্দোষ প্রমানের জন্য সন তারিখ ছাড়া যে ঘটনাটার উল্লেখ নঈম নিজাম করেছেন সেটা অবিশ্যাস্য এবং হাস্যকর। আসলে খালেদা জিয়ার রোডমার্চে ওসমানের ক্যাডার বাহিনী হামলা চালিয়েছিল। কিন্তু সেটা প্রধানমন্ত্রীর হুকুমে করেছে এটা হাস্যকর যুক্তি। কারন প্রধানমন্ত্রী যদি মনে করেন বিরোধীদলীয় নেত্রীর রোডমার্চে নাশকতা হতে পারে তাহলে সিকিউরিটি বাড়িয়ে দেবেন। দলের এক গডফাদারকে বলবেন না যে এই রোডমার্চ পন্ড করে দাও।

মূলত প্রথম আলো শামীম ওসমানের সব কর্মকান্ড সামনে নিয়ে আসায় বসুন্ধরা গ্র“প হয়ত চাইছে প্রথম আলোর বিরোধীতা করে শামীম ওসমানকে ভাল বানাতে। তাছাড়া বসুন্ধরা গ্র“পের যে নারায়নগঞ্জে ব্যাবসায়ীক স্বার্থ রয়েছে এটা বুঝতে তো আর জ্ঞানী হতে হয় না। পুরো কলামে নঈম নিজাম প্রথম আলোতে শামীম ওসমানের যত কুকীর্তির কথা প্রথম আলো ফাঁস করে দিয়েছে তার একটারও প্রতিবাদ বা অস্বীকার করতে পারেননি। শুধু তাকে মিডিয়া গডফাদার বানিয়েছে বলে সাফাই গেয়েছেন। আর শামীম ওসমানের ভাই গতকাল সাংবাদিক সম্মেলন করে সেই রিপোর্ট ছাপানোর জন্য প্রথম আলোকে হুমকি দিয়েছে। অথচ নঈম নিজামের কিনা ধারনা যে সেই শামীম ওসমান নির্দোষ এবং মিডিয়া তাকে গডফাদার বানিয়েছে। নির্বাচনকে সামনে রেখে শামীম ওসমানের মত ইন্টারপোলের চিহ্নিত গডফাদারকে http://votebd.org/newsarchive/?p=2683 নির্দোষ প্রমানের এই চেষ্টা কেন হচ্ছে? আর নঈম নিজামের মত একজন সাংবাদিক এভাবে তার ভূমিকা রাখলেন কেন সেটা জনগন নিশ্চয়ই বুঝতে পারছে।