এই মুহুর্তে মোস্তফা কামাল পলাশ ভাইয়ের একটি পোষ্ট স্টিকি আছে। বিদেশ থেকে যারা এই সব হতদরিদ্র মানুষদের সাহায্যে এগিয়ে আসতে চান, তারা সেখানে যোগাযোগ করছে। আসুন আমরা সবাই যে যার সাধ্যমত এগিয়ে আসি, পাশে দাঁড়াই এইসব অবহেলিত মানুষদের। আপনার দেওয়া একটি খাবার স্যালাইন অথবা ১০টি টাকা একজন মানুষের জীবনে একটু হলেও শান্তির পরশ বুলাবে। আমাদের দেশের নেতা-নেত্রীরা তো শোক দিবস, শোক বুলেটিন, ইত্যাদি দিয়েই খালাশ। কেউ এইসব সাধারণ মানুষের পাশে দাড়াবে না। আর যদিও দাড়ায়, তো তাদের দাড়ানোর জন্য সময় প্রয়োজন। এত সময় হয়ত এই ঘটনায় আহত মানুষ প্রয়োজনীয় ওষুধ, পথ্যের অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তাই আসুন সবাই যে যেভাবে পারি, রক্ত দিয়ে, শ্রম দিয়ে অর্থ দিয়ে এদের পাশে দাঁড়াই। আপনার দেওয়া ১০০ টাকা হয়ত পারে একজন আহত শ্রমিকের একদিনের চিকিৎসা খরচ।
মোস্তফা কামাল পলাশ ভাইয়ের এই উদ্যোগে সবাই শামিল হোন। যার যতটুকু সামর্থ আছে। আমিও সম্পৃক্ত হচ্ছি এই কাজে। ভাই আমি একজন সাধারণ মানুষ, তেমন কিছু করা আমার একার পক্ষে করা সম্ভব নয়। তাই আসুন আপনারা সবাই সম্পৃক্ত হই এই মহৎ উদ্যোগে।
সবাই এগিয়ে আসুন, দেশের মধ্য থেকে বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারেন: ০১৯৮২-৩৯১২৭০।
আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে : ০১৬৭২৪৩৭১০৫।
অনেকে হয়ত অনেক কিছুই মনে করতে পারেন, কিন্তু আপনি নিশ্চিত থাকবেন যে আপনার টাকা যে মহৎ উদ্দেশ্যে নেওয়া হচ্ছে শুধুমাত্র সেই কাজেই ব্যায় হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে এই ব্লগে এ বিষয়ে আপডেট তথ্য পাবেন।
দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ।
আসুন সবাই মিলে একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেশের, জাতির ঋণ একটু কমাই। আর দৃষ্টান্ত হয়ে থাকি। আমরাও পারি। কোন নেতা-নেত্রী বা সাহায্য সংস্থা ছাড়া সাধারণ অবহেলিত, এই মানুষদের পাশে দাড়াতে, তাদের বেচে থাকার সহায়তা করতে।
কেউ কোন টাকা পাঠালে তা কমেন্টে সেন্ডিং মোবাইল নম্বরসহ উল্লেখ করুন।
আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।