
আজ সন্ধ্যা ৭ টায় উন্মোচিত হলো অপরবাস্তব ৪ এর মোড়ক । অনাড়ম্বর এই অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন অকাল প্রয়াত ব্লগার মাহবুব মাতিন (এটা সম্ভবতঃ ব্লগের নাম, তিনি মাহবুব মতিন নামেই এমনিতে পরিচিত) -এর সহধর্মিনী শাহিন শবনম ।
মোড়ক উন্মোচনের আগে বিকেল ৩টায় ব্লগার অন্যমনস্ক শরৎ আর আমার কাধেঁ চেপে শতাধিক অপরবাস্তব ৪ বইমেলায় প্রবশে করে ।
এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনেক ব্লগার উপস্থিত ছিলেন এবং তাদের অনেকই ক্যামেরা সমেত ছিলেন (আমার সাথে কোন ক্যামেরা ছিল না



অপরবাস্তব পাওয়া যাচ্ছে বইমেলায় ২৪১ নং স্টলে সংহতি প্রকাশন এ । এছাড়া সারাবছর পাওয়া যাবে শাহবাগ ঢাকায় আজিজ সুপার মার্কেটের ২য় তলায় (লিফটের পাশে) কিংবদন্তী-এর শোরুমে ।
আর গায়ের মূল্য ১৩০ টাকা তবে কিনতে পারবেন ১০০ টাকায় (সেটিও ভিতরে ছাপানো আছে

সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩১