ঠিক তাই। আজকে যেসব তরুন জামায়াত-শিবির কর্মীরা বিনা উস্কানীতেই হিংস্র হায়েনার মত নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে, নৃশংসভাবে হত্যা করছে, তাদের এটা উপলবদ্ধি করা উচিত যে তাদের সময়ও একদিন আসবে, ইচ্ছা করলে তারা ৪২ বছরের একটা সময়কাল ধরে কাউন্ট ডাউন (৪২, ৪১, ৪০, ৩৯, ৩৮, ৩৭,....................সবশেষে ২০৫৫ সাল, যখন তারাও কাদের মোল্লার মতই একটা বয়সে উপনীত হবে) শুরু করতে পারে। অবশ্য ৪২ বছরের এই সময়কালটা খুব কনজারভেটিভলি হিসাব করা। ঘটনা আরো আগে ঘটার সমম্ভাবনাই বেশি। একটা বিস্মৃতিপ্রবন জনগোষ্ঠি হওয়া সত্ত্বেও যুদ্ধপরাধীর বিচার কিন্তু ঠিকই হয়ে গেলো। যুদ্ধপরাধীর বিরূদ্ধে কার্যকর হওয়া এই রায়টি কি কিছুটা হলেও আমাদের বিস্মৃতির অতল থেকে তুলে আনেনি? যদি এনে থাকে তাহলে এসব তরুন জামায়াত-শিবির কর্মীদের ৪২ বছরও অপেক্ষা করতে হবে না। আসলেও তাই।
ধর্মের কল বাতাসে নড়ে কিংবা আমরা যারা আল্লাহ্তায়ালায় বিশ্বাসী, আমরা তো এও বিশ্বাস করি যে আল্লাহ্র বিচার অবশ্যই আছে। না হলে বেশ বহাল তবিয়তে জীবন কাটানো কাদের মোল্লার এই শেষ বয়সে এই পরিনতি হলো কেন? আগের পোষ্ট যেমনটি বলেছিলাম যে তাদের সাম্প্রতিক সহিংস কার্যকলাপ তাদের পূর্বে কৃত পরিকল্পনার ফলাফল মাত্র। এই তারা এতো পরিকল্পনা (প্ল্যান এ, প্ল্যান বি, ব্যাকআপ প্ল্যান, কনটিনজেন্সি প্ল্যান.....ইত্যাদি ইত্যাদি) করলো, কাদের মোল্লা গর্দান কি ফাঁসির দড়ি থেকে রক্ষা পেলো? আচ্ছা ভালো কথা, কুরআনের ঐ আয়াতটির কথা কি তারা ভুলে গেছে.......
“Remember how the Unbelievers plotted against thee, to keep thee in bonds, or slay thee, or get thee out (of thy home). They plot and plan, and Allah too plans; but the best of planners is Allah”--- Sura Al-Anfal 8:30
সুতরাং যত পরিকল্পনাই তারা করুক না কেন শেষ পর্যন্ত আল্লাহ্র পরিকল্পনাই ফলবে।
প্রাসঙ্গিক কথনঃ জামায়াত-শিবিরের অস্বাভাবিক কার্যক্রমের স্বাভাবিক পরিনতি কি হতে পারে?
১. ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩ ০