প্রিয় সহ-ব্লগারবৃন্দ,
অনেকেই বিভিন্ন সময় আমাদেরকে মেইল এবং ফেসবুকে জানিয়েছেন যে তিন দিন অতিবাহিত হলেও তারা প্রথম পাতায় লেখার সুযোগ পাচ্ছেন না এবং অনেক ব্লগার যারা আগে নিয়মিত ছিলেন, তাদের মধ্যে অনেকেই পাসওয়ার্ড ভুলে যাওয়া জনিত সমস্যায় ব্লগে প্রবেশের সুযোগ পাচ্ছেন না। যদিও এই বিষয়ে করনীয় কি তা বিভিন্ন সময়ে বার বার জানানো হয়েছে, তথাপি ব্লগারদের আরো ঘনিষ্ঠ এবং দ্রুততম সময়ে সাহায্যের জন্য এই পোস্ট।
প্রথম পাতা:
সামহোয়্যার ইন... হাতে গোণা কয়েকটা সাইট এর মধ্যে একটি যা প্রতিটি ব্লগারকে প্রথম পাতায় লেখা প্রকাশের সুযোগ দেয়। লেখার বিষয়বস্তু, লেখার মান, ব্লগীয় আচরণ, অন্য ব্লগারদের সাথে মত বিনিময় বা আলোচনায় অংশ নেয়া ইত্যাদি কিছু মানদণ্ডের উপর ভিত্তি করে একজন ব্লগার প্রথম পাতায় লেখার সুযোগ পেয়ে থাকেন।
আমরা বিভিন্ন সময় লক্ষ্য করে থাকি যে, অনেকেই দেশী বিদেশী বিভিন্ন পত্রপত্রিকা থেকে সরাসরি কপি পেষ্ট করে কিংবা যথাযথ রেফারেন্স ছাড়া পোস্ট প্রকাশ করে থাকেন যা ব্লগ নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। ব্লগ নীতিমালা লঙ্ঘন করে প্রথম পাতায় লেখার সুযোগ নেই। এখন থেকে কপি পেষ্ট পোস্ট প্রকাশ করা হলে সাথে সাথে একাউন্ট স্থগিত করা হবে।
আমরা লক্ষ্য করছি, অধিকাংশ নতুন ব্লগার কবিতা লেখায় বেশ আগ্রহী এবং প্রতিদিন প্রচুর কবিতাও প্রকাশিত হচ্ছে। এই ক্ষেত্রে প্রথম পাতার পরিচ্ছন্নতা, বৈচিত্রতা ও আকর্ষণ রক্ষার্থে কিছুটা বাড়তি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলা-বাহুল্য নতুন ব্লগারদের ক্ষেত্রে প্রকাশিত কবিতাকে আমরা সাহিত্যিক মানদণ্ডে বিচারের চাইতে পাঠকের দৃষ্টিকোণ থেকে 'সুখপাঠ্য' কিনা তাতে বেশি গুরুত্ব দিয়ে থাকি।
যারা এখনও প্রথম পাতায় লেখার সুযোগ পাননি, তাদের সম্ভাব্য করনীয়:
১। সৃজনশীল মৌলিক ( অর্থাৎ কপি পেস্ট করা নয়, নিজের ধারনা থেকে লেখা) পোস্ট প্রকাশ করা
২। অন্যদের পোস্টে কমেন্ট করে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেয়ার উপযুক্ততা প্রমাণ করা।
৩। ব্লগ নীতিমালা মেনে চলা।
৪। নিয়ম অনুযায়ী চলার পরও যারা প্রথম পাতায় লেখা প্রকাশের সুযোগ পাচ্ছেন না, তারা অনুগ্রহ করে মন্তব্যের ঘরে নিজের ব্লগের লিংকটি দিন।
পাসওয়ার্ড জনিত সমস্যা
১। আপনার ব্লগের লিংক এবং যে ইমেইল দিয়ে আমাদের সাইটে নিবন্ধন করেছিলেন তা আমাদেরকে মেইল করে দিন, আমরা সেখানে পাসওয়ার্ড পরিবর্তনের লিংক পাঠিয়ে দিবো।
২। নিবন্ধনকৃত ইমেইল ঠিকানা ভুলে গেলে নতুন ইমেইল ঠিকানা আর ব্লগের লিংক আমাদেরকে মেইল করে দিন।
৩। মনে রাখবেন, নিবন্ধনকৃত ইমেইল ঠিকানায় যদি প্রবেশ করতে পারেন, তাহলে পাসওয়ার্ড জনিত সমস্যাটি তাৎক্ষনিক-ভাবে সমাধান করা যাবে।
৪। আমাদেরকে মেইল করার ঠিকানা হচ্ছে - feedback@somewherein.net
৫। চাইলে আমাদের ফেসবুক পেইজেও যোগাযোগ করতে পারেন https://www.facebook.com/somewhereinblog
সবাইকে শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৫