প্রিয় ব্লগারগন শুভেচ্ছা নিন। ফুল ফুটুক বা না ফুটুক ফেব্রুয়ারীর ১৩ তারিখ যেমন পহেলা বসন্ত, তেমনি বোমা ফুটুক বা না ফুটুক আগামী কাল হরতাল। এটাই বাস্তব। আগামী কাল হরতাল উপলক্ষে অনেকেই দেরী করে অফিসে যাবেন। অনেকেই আবার হয়ত ব্যক্তিগত নিরাপত্তার অজুযাতে অফিসেই যাবেন না। এই উপলক্ষে বিবাহিত ব্যক্তিবর্গ আজকে অধিক রাত পর্যন্ত নিজেও জাগবেন, ভাবিকেও জাগিয়ে রাখবেন




যাই হোক, অগ্রিম ছুটির দিনকে বরন করে নিতে সামুবাসী একটি উন্মুক্ত বির্তক প্রতিযোগিতার আয়োজন করেছেন। আজকের মূল বিষয়ঃ মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক। নারীপুরুষ নির্বিশেষে সবাই এতে অংশগ্রহন করতে পারেন। হোক সে পক্ষে আর হোক সে বিপক্ষে। যার যুক্তি এবং ব্যখ্যা সর্বাধিক গ্রহনযোগ্যতা পাবে, তার একটি মাল্টি নিক সেফ করার ব্যাপারে উপযুক্ত মাধ্যমে সুপারিশ করা হইবে।
তো প্রিয় ব্লগারগন দলে দলে অংশগ্রহন করুন আজকে হরতাল নাইটের বিশেষ বিতর্কঃ মেয়েদের ভালোবাসা ছেলের মানিব্যাগের পুরুত্বের সমানুপাতিক।
বিঃদ্রঃ কোন প্রকার ব্যক্তি আক্রমন করা হলে, কারো প্রকার অনুভুতিতে সুরসুড়ি, আঘাত কিংবা চুলকানী ইত্যাদি স্বরুপ কোন মন্তব্য করলে তা উপযুক্ত গদাম সহকারে মুছে দেয়া হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ ভোর ৬:৩৬