আপনারা কি জানেন রান্নাঘর বা ব্যাথরুমের পানির ট্যাপের মুখ ৫ মিনিট খুলে রাখলে যে শক্তি ব্যয় হয় তা দিয়ে ৬০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব ২২ ঘণ্টা জ্বালিয়ে রাখা সম্ভব। অর্থাৎ বিনা প্রয়োজনে বা পানির ট্যাপ খুলে রেখে অন্য কাজে ব্যস্ত থাকলে আপনি শুধু পানিরই অপচয় করতেছেন না সেই সাথে বৈদ্যুতিক শক্তিরও অপচয় করতেছেন (সুত্র: US environmental protection agency)
===============
ফলাফল:
===============
১) অতিরিক্ত পনি শোধন করার জন্য অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে।
২) অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করতে অতিরিক্ত জিবাশ্ন জ্বালানী (গ্যাস, তেল, করলা) পোড়াতে হচ্ছে
৩) অতিরিক্ত জিবাশ্ন জ্বালানী পোড়ানোর করণের অতিরিক্ত গ্রিন হাউজ গ্যাস (মিথেন, সালফার ডাই অক্সাইড, কার্বন-ডাই অক_সাইড) বায়ু মণ্ডলে প্রবেশ করতেছে
৪) এই অতিরিক্ত গ্রিন হাউজ গ্যাস বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়াচ্ছে গত ৩০০ বছর ধরে।
৫) বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের বেশি করে এয়ার কন্ডিশনার, বা ফ্যান ব্যবহার করতে হচ্ছে। যার জন্য আমদের আরও অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে।
৬) এছাড়া জিবাশ্ন জ্বালানী পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের সময় বায়ুমণ্ডলে বিভিন্ন পদার্থে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা প্রবেশ করে। এই কণাগুলো বায়ুমণ্ডলের বাতাসে কয়েক ঘণ্টা থেকে কয়েক বছর পর্যন্ত ভেসে বেড়ায়। আমরা নিঃশ্বাস নেওয়ার সময় উপরোক্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো আমাদের ফুসফুসে প্রবেশ করে। উপরোক্ত ক্ষুদ্র কণাগুলো ফুসফুসে প্রবেশ করে সেখানে অবস্থিত রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে শ্বাস কষ্ট সহ বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে।
===============
সারাংশ:
===============
পানি ব্যবহারে সাশ্রয়ী হউন নিজে বাঁচুন সেই সাথে অপরকে বাঁচাতে সাহায্য করুন।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




