কোটার মাধ্যমে যারা চাকুরীতে ঢুকতেছে এমনিতেই তারা কম যোগ্য। এতে করে রাষ্ট্র ও তার নাগরিকরা উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই রকম কম যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিকে রাষ্ট্রীয় ভাবে আগামী ৩০-৪০ বছর পুনর্বাসন না করে সেই ছেলে-বা মেয়ের মুক্তিযোদ্ধা বাপ কে আগামী ২০/৩০ বছর আর্থিক ভাবে সাহায্য করাটা রাষ্ট্র ও তার নাগরিকদের জন্য বেশি উপকারী নয় কি???
আমার ব্যক্তিগত কিছু প্রস্তাব হলো :
১) সকল কোটা প্রথা ৩০% এর নিচে নামিয়ে আনতে হবে (সমাজের কিছু অনগ্রসর মানুষের জন্য কোটা রাখা আবশ্যক)।
২) মুক্তিযোদ্ধাদের আর্থিক ভাবে সাহায্য করতে হবে বেশি করে। মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি করতে হবে।
৩) অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মতো হ্রাস-কৃত মূল্যে দ্রব্য সামগ্রী কেনার ব্যবস্হা করা যেতে পারে।
৪)সকল মুক্তিযোদ্ধারা সরকারি হসপিটালে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা পাবে। পরিবারের সদস্যরা পাবে ৫০% ফ্রি।
৫) প্রাইভেট প্রাকটিস করা সকল ডাক্তার মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তার প্রচলিত ফি এর ৫০% নিতে বাধ্য থাকিবে।
৬) মুক্তিযোদ্ধারা ট্রেনে চলা-চল করবে বিনা টিকেটে বা ৭৫% কম টিকেট মূল্যে। তাদের ছেলে-মেয়েরা ভ্রমণ করতে পারবে ৫০% হ্রাস-কৃত মূল্যে।
ব্যাপক হারে কোটার পক্ষে কথা বলা বন্ধুরা একটা স্বপ্ন দেখুনতো:
ঢাকা মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগে বিসিএস পরীক্ষার ৮০ নম্বর পাওয়া একজন ডাক্তার হিসাবে নিয়োগ না পেয়ে ৪০/৫০ পাওয়া একজন নিয়োগ পেয়েছেন এবং সেই ডাক্তার আপনার পিতা/মাতা বা সন্তানের বাইপাস/ ওপেন হার্ট সার্জারি করতেছে???
অথবা, নিউরো সার্জারি বিভাগে কোটার ভিত্তিক নিয়োগকৃত একজন মস্তিষ্কের টিউমার সারাচ্ছেন ????