১.
আমি চাপ নিতে পারিনা বলেই ৪০ ওভার শেষে অফিস থেকে বেরিয়ে গেলাম। আমার সাথে আছে করিম ভাই। করিম ভাই পাক-পন্থি লোক। পাকিস্তানের খেলাই দেখেন। বেইলী রোডে সুইসের এর সামনে এসেছি, হই হই চিল্লাচিল্লি শুরু হল। এর মানে ৭ম উইকেট গ্যাছে। করিম ভাই, বললেন চিল্লায় ক্যান? খেলাধুলায় চিল্লাচিল্লির কী কাম?
শান্তিনগর কাচা বাজার এসেছি, আবার চিল্লাচিল্লি। সামনে একটা টিভি দেখা গেল। আমি তাকালাম না। আমার বিশ্বাস আমি তাকালে বাংলাদেশ খারাপ খেলবে। আমি তাকাব না। আমি হাটব। আমি হাটলেই বাংলাদেশ আজ ভাল খেলবে। মাশরাফিরা জানে একটা লোক বেইলী রোড থেকে হেটে মতিঝিল যাচ্ছে। এই লোক হাটলেই আমরা জিতে যাব। তারা জানে, তাদের চিন্তা নাই। এই লোক হাটা থামাবে না।
এই একটা জায়গায় আমি প্রচন্ড কুসংস্কারে বিশ্বাসী।
২.
আমি আরামবাগ মোড়ে আসার পর বাংলাদেশ জিতেছে। আমি হাটছি দেখে একজন ভ্যানওয়ালা চিতকার দিয়ে বলে দিল, মামা বাংলাদেশ জিতছে!
৩.
আমার বাসার পাশে একটি মাঠ আছে। চার পাশে গ্যারেজ। গ্যারেজের সামনে ক্যারাম খেলে রিকশাওয়ালারা। মাঝে মাঝে দাড়িয়ে দেখি। একজন তরুন রিকশাওয়ালা বলল, ১২ বলে যখন ১৬ রান দরকার। আমি তখন কাইন্দালাইছি।
আরেকজন বলল, জিতার পর আমার চোখ থেইকা পানি পড়তাছিল। অটো বাইরাতাছিলো। আমি কানতাছি।
সে যখন কথাগুলো বলছিল তখন তার গলা ধরে আসছিল। মনে হচ্ছিল, সে এখন আরেকবার কাদবে।
৪.
খুব গভীরভাবে অনুভব করলাম, দেশক।েই বোধহয় আমরা সব চেয়ে বেশী ভালোবাসি। নিজের বউ বা প্রেমিকার চেয়েও বেশি।
না হয়, বাংলাদেশের জয়ে এই রিকশাওয়ালা কাঁদছে কেন!!!
৫.
আই লাভ বাংলাদেশ!