সময়
রুবাইদা গুলশান
সময়ই সৌন্দর্যের চোখকে অন্ধকার করে দেয় কিংবা আনে আলো।
এই সময়ই হৃদয়কে উজ্জ্বল করে, গড়ে তোলে সোনার পটভূমি।
এই সময়ের কাছে
আমার হৃদয়,
তোমার হাতে বন্দি।
তোমার ডাকেই পাখির মতো
কেঁপে ওঠি বারে বারে।
জানোই তুমি
দুঃখ দিতে লাগে একটি শব্দ
তবুও কেন দুঃখ দাও
কেন বলো, ভালোবাসো? বাকিটুকু পড়ুন
