তোকে দেখিনা আজ বহু দিন,
তোর সেই মন ভুলানো হাসি, মায়াবী মুখ,
মেহেদী রাঙ্গা হাত দেখি না অনেক দিন।
তোর হাতে হাত রেখে উজ্জ্বল সম্ভাবনার কথা
বলা হয় না সেই কবে থেকে।
চোখ বন্ধ করে তোকে অনুভব করে করে;
ভাল আছি, ভাল থেক ধ্বনিতে;
আমি আর কত দিন তোকে দেখব না বল?
আমি তোকে দেখতে চাই এখনিই, এই মুহুর্তে।
তোর বুকে মাথা রেখে
আমার সবটুকু ভালবাসা আদায় করে নিব
আজ স্বার্থপরের মত; যে ভালবাসা পেতে
আমার প্রতিনিয়ত অপেক্ষা।
তোর কানে কানে গূন গূন করে
আজ আবারও জানিয়ে দিতে চাই;
আমি তোকে অনেক অনেক ভালবাসি,
বাসবো অনন্তকাল।