মাইক্রোসফট এক্সেলে টাকা-কে প্রায়শ আমাদেরকে কথায় লিখতে হয়। ইংরেজিতে এরকম অনেক ফাংশন নেটে পাওয়া গেলেও বাংলাতে এরকম ফাংশন আমি পাইনি। তাই নিজের প্রয়োজনেই একটা ফাংশন লিখে ফেললাম। প্রয়োজনীয় মনে হলে এই লিংক থেকে ফাংশনটা নামিয়ে ব্যবহার করতে পারেন। এখানে ইউনিকোড এবং বিজয় উভয় ফরমেটেই ফাংশনটি লেখা হয়েছে।
ব্যবহার পদ্ধতিঃ
১) মাইক্রোসফট এক্সেল ওপেন করে Alt+F11 চাপুন এবং Insert থেকে Module ক্লিক করুন।
২) টেক্সট ফাইলের সম্পূর্ণ কনটেন্ট কপি করে Module এ Paste করুন।
৩) Window টি Close করে Worksheet এ চলে যান ।
৪) তারপর যেকোন Cell এ লিখুন =BDT(যেকোন পরিমাণ টাকা অথবা Cell Reference) অথবা ইউনিকোডের জন্য লিখুন =BDTU(যেকোন পরিমাণ টাকা অথবা Cell Reference) ।
৫) বিজয় ফরমেট ব্যবহার করলে অবশ্যই Cell এর ফন্ট পরিবর্তন করে নিবেন।
৬) এক্সেলট ফাইলটি সেইভ করলে অবশ্যই Macro Enable করে ব্যবহার করতে হবে এবং ফাইলে .xlsm অথবা .xls এক্সটেনশন ব্যবহার করতে হবে।
সীমাবদ্ধতাঃ
১) এই ফাংশন ব্যবহার করে সর্বোচ্চ পনের ডিজিটের নাম্বার কে কথায় লিখা যাবে।
২) দশমিকের পর যত ডিজিটই দিন না কেন মাত্র প্রথম দুই ডিজিটই বিবেচনা করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্যঃ
আমি কোন প্রোগ্রামার নই। নিতান্তই প্রয়োজন/শখের বসে এই ফাংশনটি লিখেছি তাই এখানে ভুল থাকতেই পারে। তাই কোন ভুল পেলে বা ফাংশনটির কার্যকারিতা আরও বৃদ্ধি করতে পারলে molam41@gmail.com এ ইমেইল করলে কৃতজ্ঞ থাকব।