
ফুলটার বাংলা নামঃ স্বর্ণচাঁপা বা স্বর্ণচম্পা
অন্যান্য নামের মধ্যে - Golden Champa, Joy Perfume Tree Sambagan, Champakah উল্লেখ যোগ্য।
বৈজ্ঞানিক নাম- Michelia champaca এটি Magnoliaceae (magnolia family) পরিবারে একটি উদ্ভিদ।
চাঁপা ফুলের এই প্রজাতিটির রং হয় ছবির মতো। এর আদি নিবাস ধরা হয় ইন্দোনেশিয়া, ইন্ডিয়া বা তার আশেপাশের অঞ্চল। এটি একটি চির সবুজ বৃক্ষ। যা ১৮ - ২১ মিটার পর্যন্ত উচু হতে পারে।
এই ফুলের নির্যাস থেকে তৈরী হয় "জয়" নামক সুগন্ধী যা খুব জনপ্রিয় এবং দামী ।
ছবি নেট থেকে।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০১