ফুলটার বাংলায় নামঃ কেয়া
অন্যান্য স্থানীয় নামের মধ্যে Fragrant Screw Pine, Umbrella tree, Screw pine, Screw tree নাম গুলো উল্লেখযোগ্য।
বৈজ্ঞানিক নাম Pandanus odoratissimus এটি Pandanaceae (screw pine family) পরিবারের একটা উদ্ভিদ।
সংস্কৃত তে এটাকে বলে কেতকী।
এটি একটি সুগন্ধি উদ্ভিদ । বাংলায় বিরিয়ানী রান্না কেওড়ার জল ছাড়া সম্পূর্ণ হয় না। এই ফুল থেকেই বাস্পীভবন প্রক্রিয়ায় তৈরী হয় কেওড়ার জল (pandanus flower water)।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১২ রাত ৮:১৫