বৈজ্ঞানিক নামঃ Aquilaria malaccensis এটি Thymelaeaceae পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ। অন্যান্য স্থানীয় নামের মধ্য Aloe wood, Eagle wood, Aguruh, Krsnaguruh উল্লেখ যোগ্য। ভুটান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, লাউস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিংগাপুর ও থাইল্যান্ডে পাওয়া যায়।
এটি একাধারে একটি সুগন্ধি উদ্ভিদ ও ভেজষ গাছ। এটি একটি মাঝারি ধরনের চিরসবুজ বৃক্ষ। উচ্চতা সাধারণত ৬০ থেকে ৮০ ফুট হয়ে থাকে।
বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে বিক্ষিপ্ত ভাবে দেখা যায়। এছাড়া
গাছের নির্যাস থেকে আগর তেল উৎপন্ন হয়। যা সুগন্ধি বা আতর হিসাবে ব্যবহার করাহয়। এছাড়া মুত্রবর্ধক, কামউদ্দীপক, কোষ্ঠ্য পরিস্কারক হিসাবে এর ব্যবহার পরিলক্ষিত হয়। বিভিন্ন ত্বকের রোগ, ব্রংকাইটিস, হাঁপানী ও বাত রোগে এর ব্যবহার হয়ে থাকে।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৪০