বৈজ্ঞানিক নামঃ Mucuna pruriens পরিবারঃ Fabaceae (bean family)
অন্যান্য স্থানীয় নামের মধ্যে Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean এই গুলি উল্লেখযোগ্য।
এটি বাংলায় বিলাই-খামচি নামেই বেশী পরিচিত। এটি একটি গুল্ম জাতীয় গাছ। এটি বীন পরিবারের একটি উদ্ভিদ। ফল অনেকটা সীমের মতো ৪ থেকে ৬ টা বীজ থাকে এবং এটি ক্ষুদ্র ক্ষুদ্র লোম দ্বারা আবৃত থাকে যা সহজেই পৃথক হয়ে যায়। এটি গুলি ত্বকের সংস্পর্শে এলে প্রচন্ড চুলকানি সৃষ্টি করে।
এটি আয়ুর্বেদীয় চিকিৎসায় ব্যবহৃত হয়। রক্তের ক্লোরোস্টেরল ও
ডায়াবেটিক সমস্যা এটি ব্যবহৃত হয়। পার্কিনসন রোগেও এটা কর্যকরী।
সাবধানতা - দুষ্ট ছেলের নাগালের বাইরে রাখুন।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১২ বিকাল ৫:৩৯