"গান যদি রিমিক্স হইতে পারে তবে পোষ্ট কেন রিমিক্স হইবো না।"
- পোষ্ট রিমিক্স এর জনক রাজামশাই
এইটা একটা রিমিক্স পোস্ট । আজকে হইতে পোষ্ট রিমিক্স করা শুরু করলাম .. পরীক্ষামূলক পোষ্ট হিসাবে নিজের একটা পোষ্টকে বেছে নিলাম ।

দুইভাবে পেত্নী পালন সম্ভব।
এক. প্রকৃতিতে উম্মুক্ত পদ্ধতি দুই. আবদ্ধ পদ্ধতি
আমরা এইখানে উম্মুক্ত পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
প্রথমে পেত্নীর খামার থেকে পেত্নীর বাচ্চা সংগ্রহ করতে হবে। অবশ্যই একটি গাছে রেখে তাদের প্রাথমিক পরিচর্যা সারতে হবে। আজ পেত্নী পালনের প্রথম পর্যায়ে সেই গাছের কথাই বলবো। গাছটি আমদের অতি পরিচিত। ছোটবেলা থেকেই সবাই আমরা এই বৃক্ষের নাম শুনে আসিতেছি। ছোটবেলায় এই গাছের নাম শুনলেই একটা অশরী অনুভুতি হতো। এখনও হয়তো আমারদের চাড়পাশে খুজলে এই গাছটাকে পাওয়া যাবে। কি সুন্দর বৃক্ষ রে । আহা আহা ।
ভূত পেত্নীর খাসা বাসা।
এই বৃক্ষের বাংলায় নামঃ অশ্বত্থ
অন্যান্য স্থানীয় নামঃ পিপল, Bo-Tree, Bo, pou, bawdir,
বৈজ্ঞানিক নামঃ Ficus religiosa
বৈজ্ঞানিক বিভাজন এইভাবে
Kingdom: Plantae
Division: Magnoliophyta
Class: Magnoliopsida
Order: Rosales
Family: Moraceae
Genus: Ficus
Species: F. religiosa
ফাইকাস (ডুমুর জাতীয়) গোত্রের ইউরোস্টিগমা (বট জাতীয়) উপগোত্রের সদস্য।


মূল পোষ্টঃ
Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫০