পাবি কোথায়?
আমার বাগানে
আর
অরুণিমা কান্ট্রি সাইড
গ্রাম : পানিপাড়া, উপজেলা : কালিয়া, জেলা : নড়াইল।
আয়তন : ১৫০ বিঘা।
জলকর : ৬৬ বিঘা, ১৯টি পুকুর।
বৃক্ষ : ১ হাজার ৪০০ প্রজাতির ফলজ, বনজ, ঔষধি।
পাখি : শ্যামা, ঘুঘু, বুলবুলি, শালিক, মাছরাঙা, টুনটুনি, ফিঙে, সারস, পানকৌড়ি, কায়েম, বেলেহাস, কোচো, কোকিল, ভিলভিলে, কবুতর, ফটিকজল, ডাহুক, কা�� �� োকরা, দোয়েল, সুইচোরা, চড়ুই, বকসহ শতাধিক প্রজাতি।
মাছ : রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, পাঙ্গাশ, সরপুটি, পুটি, ট্যাংরা, বাইন, মাগুর, জিয়ল, কৈ, টাকি, শোল, মায়া, কিয়া, রয়না, কাকলে, গুতেন, রাতামি, গজাল, বোয়াল, ট্যাপা, খলসে, চ্যালা, পোত কৈ, পাবদা।
ফল : আম, জাম, নারকেল, কা�� াল, লিচু, কামরাঙা, ছফেদা, স্টার আপেল, পেয়ারা, মিষ্টি করমচা, চেরি, জলপাই, কুল, লেবু, পেপে।
ফুল : ডেফোডিল, ক্যামেলিয়া, রজনীগন্ধা, চেরি, ফুরুস, লিলি, কুমারীপান্থ, কাঞ্চন, পদ্ম, নীল পদ্ম, রঙ্গন, ২০০ প্রজাতির গোলাপ, মার্বেল টাস্ক, টগর, গ্যালাডুলাসসহ আরো কয়েক রকম।
নার্সারি : হাজার প্রজাতির গাছের সমৃদ্ধ নার্সারি।
অরণ্য : ৩ একর সবুজ মেহগনি বাগান, ১ একরের ঝাউবন, ৬৪৭টি আম্রপালি গাছের বাগান। ৫ কা�� ার গোলাপ বাগান।
প্রাণী : ঘোড়া তিনটি, হরিণ তিনটি, গরু ছয়টি, রাজহাস আটটি, হাউন্ট কুকুর তিনটি, মুরগি ২০টি, পাখি অগণিত, বিলুপ্তপ্রায় প্রাণী কিছু কিছু।
লাইব্রেরি : ৬০০ দেশি-বিদেশি বই সমৃদ্ধ লাইব্রেরি।
আবাসন ব্যবস্থা : তিন রুমের এসি/নন এসি কটেজ, ভাসমান ২ রুমের কটেজ, গ্রামীণ কটেজ গোল ঘর, ছনের ছাউনির বিশ্রামাগার তিনটি।
বিনোদন : স্পিড বোট, প্যাডেল বোট, ২০ সিটের ভ্রমণ বোট, সুইমিং পন্ড, ঘোড়ার গাড়ি, শিশুদের গেম কর্নার।
আহার : দ্বীপ রেস্টুরেন্টের দেশি-বিদেশি খাবার, ফলের জুস, নিজস্ব খামারের উৎপাদিত সবজি ও মাছের ফ্রাই, ব্যঞ্জন। আরো আছে অস্ট্রেলিয়ান মেশিনের সাহায্যে বারবিকিউ।
বনভোজন স্পট : ফুল-ফল বাগানের ৩০টি স্পট।
অন্যান্য সুবিধা : কান্ট্রি সাইডের পাশে মধুমতি নদীর বেলাভূমি ভ্রমণ, মধুমতি-নবগঙ্গার সঙ্গমস্থলে সাতারের ব্যবস্থা। নৌভ্রমণের সুবিধা। কান্ট্রি সাইডে সুশৃঙ্খল নিরাপত্তা বাহিনীর পাহারা। অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় গ্রামীণ বাহন। জেনারেটরের সুবিধা। রবি শঙ্কর, উদয় শঙ্করের বাড়ি, সুলতান সংগ্রহশালা, সুচিত্রা সেনের নানার বাড়ি, এশিয়ার সবচেয়ে বড় পিতলের রথ দেখার ব্যবস্থা।
যাতায়াত : ঢাকা-খুলনা মহাসড়ক ধরে দীঘলিয়া-গোপালগঞ্জ হয়ে কান্ট্রি সাইড, মোল্লারহাট-চুনখোলা হয়ে কান্ট্রি সাইড। খুলনা-কালিয়া-বড়দিয়া হয়ে কান্ট্রি সাইড। যশোর-নড়াইল-কালিয়া হয়ে পানিপাড়া কান্ট্রি সাইড।
যোগাযোগ : ০১৭১১৪২২২০৩, ০১৭১৬-৪৩১২১০
ফ্যাক্স : ০২৮৮২৯৬৮১
ই-মেইল
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৩১