নাস্তিকতা দর্শন নিয়ে আমার সামান্য আগ্রহ আছে।কিন্তু বাংলা দেশে বা বাংলা ভাষার অনলাইন প্লাটফর্ম এ নাস্তিকতা দর্শন কোন পথে চলছে তা নিয়ে সম্ভবত ভাবার সময় এখন এসেছে।কারন সামান্য কিছু ভদ্র ভাষার নাস্তিক থাকলেও বর্তমানে বাংলা প্লাটফর্ম এ বেশীরভাগ নাস্তিকের মুখের ভাষা অনেক খারাপ।পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার বেশীরভাগ বাঙালি হিন্দু হলেও বাংলা ব্লগে ইসলাম ধর্মকে অ্যাটাক বেশী করা হয়।একজন কাফির মহাসিনকে দেখলে কিন্তু তাই ই মনে হয়
উপরে দেখতে পারছেন মধ্যযুগীয় বর্বরতা বলতে আমাদের উপরের ভাই ইসলাম ধর্মকে বুঝিয়েছে।যাক উনার লাইক লিস্ট এ গিয়ে তার প্রমানও পেলাম যে তিনি ইসলামকে সবচেয়ে বেশী ঘৃণা করে।
তার লাইক লিস্ট এ নবযুগ ব্লগ দেখার পরে সেখানে যাই।সত্য বলতে কি আমার ১ বছর ৬ মাস ইন্টারনেট লাইফ এ এর মত ভয়ংকর ইসলাম বিদ্বেষী সাইট দেখি নি।কেউ চাইলে এখানে গিয়ে দেখতে পারেন নবযুগ
সামুর একটি পোস্ট এর সাহায্য জানতে পেরেছিলাম বাংলা ব্লগিং এর বেশীরভাব নাস্তিক আসলে পশ্চিম বাংলার লোক।ওয়েল আমি তার প্রমাণও কিছু পেলাম
কিন্তু নাস্তিকদের এই প্রতিনিধির আগ্রহ তার দেশ নিয়ে বিন্দুমাত্র নেই।তার যত আগ্রহ বাংলাদেশ নিয়ে
বাংলাদেশের বিজয়ের ভাষা কি হবে তা নিয়ে উনি খুব চিন্তিত।আরও একটু দেখি।উনি প্রশ্ন করেছেন কি রকম বাংলাদেশ তার বন্ধুরা দেখতে চায়
মাসাল্লাহ একজন জবাব দিয়েছেন ১০০% ইসলাম মুক্ত বাংলাদেশ।বাংলাদেশ ১০০% ইসলাম মুক্ত হলে কি লাভ হবে একজন ভারতীয় লোকের।হ্যাঁ তার লাইক লিস্ট এই এর জবাব পেলাম
বাংলাদেশকে উনি ভারতের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়।ভাল ভাল।বাংলাদেশের কিছু পরিচিত নাস্তিককেও দেখলাম উনার ফ্রেন্ড লিস্ট এ
নিজের দেশের সংখ্যালঘু মুসলিমদের উনি ঘৃণা করে
আর তার মন কাঁদে বাংলাদেশের হিন্দুদের জন্য।শেয়ার দেন আমি হিন্দু পেজের ছবি।
উনার দেশের মুখ্যমন্ত্রীর ইসলাম প্রীতির জন্য সম্ভবত উনি খুশী নয়।তারি সাথে চিন্তিত বাংলাদেশের হিন্দুর সংখ্যা কমে যাওয়া নিয়ে।
হিন্দুত্তবাদি শিবসেনার সাপোর্টার উনি
এমনকি সাপোর্ট দেন হিন্দু জঙ্গি সংগঠন আর,এস,এস কে
হিন্দু জঙ্গি সংগঠন আর,এস,এস প্রধানের কথা কেউ ভুল ধরলে কস্ট পান আমাদের নাস্তিক ভাই।আপলোড করেন দুর্গার ছবি
আরও দেখেন
এবং এটা।উনি স্বীকার করে নিয়েছেন একজন মানুষ নাস্তিক হয়েও হিন্দু হতে পারে
বাংলাদেশের বিভিন্ন ব্লগে তার নিক আছে।এস. এম. রায়হান ভাই আমাকে লিঙ্কগুলো দিয়ে সাহায্য করেছেন।সবার প্রথমে উনার সামুর আইডি লিঙ্ক সামুতে কাফির মহাসিন
মুক্তমনাতে কাফির মহাসিন
বাংলাদেশী এথিয়িস্ট ব্লগে 'মহসিনা খাতুন':
ফেসবুকে 'কাফির মহসিনা'!:
আমারব্লগে 'মহসিনা খাতুন':
নবযুগ ব্লগে 'মহসিনা খাতুন':
উপরের ঐ লোক হচ্ছে আমাদের তথাকথিত নাস্তিক সমাজের একটা উধাহরন মাত্র।খুজলে এ রকম আরও বহু পাওয়া যাবে।আর একটা কথা কি বাঙালি মুসলিমরা চিরজীবন গরিব এবং অশিক্ষিত ছিলো অতীতে।সমাজের উচু পদে ছিলো বাঙালি হিন্দুরা।এই জন্য আমরা রবিন্দ্রনাথ সহ অনেক স্বনামধন্য হিন্দু কবি পেলেও মুসলিম কবি সামান্য কিছু পেয়েছি।এখনও যদি পরিসংখ্যান নেওয়া হয় তবে বাঙালি মুসলিমের চাইতে অনলাইনে বাঙালি হিন্দুর সংখ্যা বেশী দেখা যাবে।কিন্তু সমালোচনা হয় শুধুমাত্র ইসলাম ধর্মের।হিন্দু ধর্ম নিয়ে কোন সমালোচনা হয় না।আমি কোন একটা নাস্তিক পেজের অ্যাডমিনের কাছ থেকে জানতে পেরেছিলাম ভারত যেহেতু হিন্দু অধ্যুষিত দেশ তাই সেখানে হিন্দু ধর্মের সমালোচনা করে নাস্তিকরা।আমি তার কাছে এ রকম কয়েকটা ভারতীয় ব্লগের লিঙ্ক চেয়েছিলাম বা ফেসবুক পেজের লিঙ্ক।সে আমার দিতে পারেনি।কোন ব্লগার যদি কমেন্ট এর মাধ্যমে এ রকম কয়েকটি ভারতীয় অনলাইন লিঙ্ক দিতে পারতেন যেখানে ১০০% হিন্দু ধর্মের সমালোচনা করা হয় তাহলে খুব বাধিত হতাম
যে পেজ থেকে ছবিগুলো সংগ্রহ করা হয়েছে
গুতান