‘কৃত্রিম উপায়ে হাসুন’ দ্বিতীয় পর্বে বলেছিলাম যে, না হাসা অনেকটাই শারিরীক বিষয়। গালের মাংসে শক্ত পেশি থাকার কারণে অনেকে মনে মনে অট্ট হাসি দিলেও, তার ভিজুয়াল চিত্র বিপরীত হয়ে যায় । তাছাড়া হাসি সম্পর্কে কিছু প্রথাবিরোধী ধারণাও সেখানে দিয়েছিলাম। হাসিবিষয়ক পোস্টগুলোকে আলাদা মর্যাদা দেবার জন্য একটি ৬-দফা দাবিও (দফায় পরিণত না করলে, ওটাকে দাবি বলা যায় না) পেশা করা হয়েছিল। সেখানে অনেক স্বনামধন্য এবং মান্যগণ্য ব্লগার একাত্মও হয়েছিলেন। তারপর থেকে আমরা অনেক পরিবর্তন দেখেছি এই ব্লগে। সেগুলো যা-ই হোক আমাদের ছ’দফারই সুফল হিসেবে একতরফাভাবে দাবি করা যায়, কেননা পৃথিবীতে সবকিছু একতরফাভাবে শুরু হয়।
এবারের পর্বটি একটু ভিন্ন রকমের: হাসির বিষয়গুলো একটু ব্যতিক্রমী: উইট (এর উপযুক্ত বাংলা জানলে, দয়া করে মন্তব্যে জানাবেন!) সমৃদ্ধ কিছু উক্তি উপস্থাপন করলাম। পাঠকের রসবোধ থাকলে হাসবেন, না থাকলে হাসবেন না। এবার পাঠকের কিছু দায়িত্ব আছে, আর কি!
চলুন তবে, কৃত্তিম উপায়ে একটু হাসার চেষ্টা করি:
1) যে ব্যক্তি তার স্ত্রীর খরচের চেয়ে বেশি আয় করতে পারে সে-ই সফল পুরুষ; আর সফল নারী হলো যে সেই ব্যক্তিটিকে বিয়ে করতে পারে। -লানা টারনার
2) জীবনকে এতো গভীরভাবে নেবেন না, যা কিছু করুন জীবনকে তো আর বাঁচিয়ে রাখতে পারবেন না। -এলবার্ট হাবার্ট
3) ঈশ্বর যে আমাদেরকে ভালোবাসেন এবং আমাদেরকে খুশি দেখতে পছন্দ করেন, তার একটি অকাট্য প্রমাণ হলো মদ। -বেন্জামিন ফ্রাংকলিন
4) প্রথম তথ্যটি সংগ্রহ করুন, তারপর ইচ্ছেমতো তথ্যবিকৃতিও করতে পারবেন। -মার্ক টোয়েন
5) যদি তথ্যের সাথে তত্বের সমন্বয় করতে না পারেন, তবে তথ্যকে বদলে নিন। -আলবার্ট আইনস্টাইন
6) সবসময়ই আমি চেয়েছি একটা কিছু হতে। অবশেষে দেখলাম, আমার লক্ষ্যটি আরও সুস্পষ্ট হওয়ার দরকার ছিলো। -লিলি টমলিন
7) আজকের আবহাওয়ার পূর্বাভাস: রাতে অন্ধকার থাকবে। -জর্জ কারলিন
8) নিজেকে স্লিম দেখাবার মাত্র একটি উপায়ই আমি খুঁজে পেয়েছি। তা হলো, একজন মোটা মানুষের পাশে থাকা। -রডনি ডেন্জারফিল্ড
9) সবসময় মনে রেখো যে তুমি সত্যিই তুলনাহীন - ঠিক অন্যদের মতো। -মার্গারেট মিড
10) আচ্ছা সবাই বর্ণানুক্রমিকভাবে দাঁড়ান তো, উচ্চতা অনুসারে! –ক্যাসি স্ট্যানজেল
11) সব সরলিকরণই মিথ্যা – এটি সহ! –মার্ক টোয়েন
12) সুখ হলো: একটি ‘বড়, ঘনিষ্ট এবং যত্নশীল পরিবার’ থাকা। তবে অন্য শহরে! -জর্জ বার্নস
13) আমি সংগঠিত কোন দলের কর্মী নই। আমি একজন ডেমোক্র্যাট। -উইল রোজারস
14) গত কয়েক বছর ধরে আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি না, কারণ আমি তার কথায় বাধা সৃষ্টি করতে চাই নি। -রডনি ডেন্জারফিল্ড
15) আলসেমি করে কাজ ফেলে রাখা হলো আগামিকালের সাথে সেতুবন্ধনের একটি শিল্প। -ডন মার্কিস
16) আমি একটি বই লেখতে শুরু করেছি। ইতিমধ্যে পৃষ্ঠা নম্বরগুলো লেখা হয়ে গেছে। -স্টিভেন রাইট
17) প্রতিদিন পৃথিবীতে যা কিছু ঘটুক, তার সবগুলো যথাযথভাবে খবরের কাগজে কানায় কানায় মিলে যায়। বিষয়টি বিস্ময়কর। -জেরি সেইনফেল্ড
18) হে প্রভু! আমাকে বিশুদ্ধ হতে সাহায্য করো। তবে এখনই নয়। -সেন্ট অগাস্টিন
19) তিন নিউইয়র্কবাসী যদি কখনো কোনো বাদানুবাদ না করেই একটি ট্যাক্সি ক্যাবে ওঠে, তাহলে বুঝবেন, তারা ব্যাংক ডাকাতি করেছে! -ফিলিস ডাইলার, মার্কিন কৌতুক অভিনেত্রী
20) আমি এতই আস্তে বল করতাম যে ডেলিভারি পছন্দ না হলে দৌড়ে গিয়ে আবার বলটা নিয়ে আসতে পারতাম! -জে এম ব্যারি, স্কটিশ লেখক
21) সব মহাদেশেই ভাবা হয়, জীবনটাই একটা খেলা। কিন্তু ইংল্যান্ডে ভাবা হয়, ক্রিকেটই একটা খেলা। -জর্জ মাইকস, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ কবি
22) প্রকৃত জ্ঞান হলো একজনের অজ্ঞতার পরিমাণকে জানা। -কনফুসিয়াস, চীনা দার্শনিক
23) ইদানীং মানুষ সবকিছুরই ‘দাম’ জানে, মূল্য জানে না। -অস্কার ওয়াইল্ড, আইরিশ কবি ও লেখক
24) আমরা আমাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা পাই যে অভিজ্ঞতা থেকে কেউ কিছু শেখে না। - জর্জ বার্নার্ড শ, আইরিশ নাট্যকার
25) নারীদের জীবনে তিনটি জিনিস দরকার। খাদ্য, পানি ও প্রশংসা। -ক্রিস রক, মার্কিন কৌতুক অভিনেতা
26) আমার বোনের বাচ্চা হবে। আমি জানি না, আমি মামা হচ্ছি, নাকি খালা। -চাক নেভিট, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়
27) আপনি তো একজন গৃহবধূ এবং একজন মা, তাই না? তা আপনার কি কোনো সন্তান আছে? -মাইকেল ব্যারিমোর, ব্রিটিশ কৌতুক অভিনেতা
28) সে এমনই এক ছেলে, যে প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে ওঠে, ঘড়িতে যতটাই বাজুক না কেন। -লো ডুভা, বক্সিং ট্রেইনার।
হাসির বিষয়টি আপেক্ষিক। তবে কোন্ উক্তিগুলো আপনাদের চিন্তা এবং রসবোধের সাথে মিলে যায়, তা শেয়ার করতে পারেন।
আমার কাছে ২,৪,৬,৮, ১২, ১৫, ১৮, ২২, ২৩ একই সাথে মজার এবং চিন্তা-জাগানিয়া মনে হয়েছে। বাকিগুলোর অধিকাংশই বিভিন্ন বিষয়ে ব্যতিক্রমী মনোভাব সৃষ্টি করবে। মজার বিষয়তো আগেই বললাম
ঢাকায় এসে দেখি সব ফাঁকা। আড্ডা দেবার মানুষগুলোও নেই। ‘নেই কাজ - খই ভাজ’ বিষয়টাকে গুরুত্বের সাথে নেবার পর এই পোস্ট সৃষ্ট হলো। প্রায় সবগুলোই ইংরেজি থেকে অনূদিত। তাই আমাদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় কিছু বিষয় অসামঞ্জস্যকর মনে হতে পারে। বিষয়টি ‘ফান’ হিসেবেই গ্রহণ করার অনুরোধ রইলো।
সকলকে ঈদ পরবর্তি মোবারক... ঈদ মোবারক
------------------------
*অনেক চেষ্টা করে ছবি যুক্ত করা গেলো
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৫