শীতের মৌসুমে ভ্রমন পিপাসু অনেকেই নিশ্চয় রাঙ্গামাটি যাবেন। অনেকেই রাঙ্গামাটিতে ঘুরাঘুরির খরচ সম্পর্কে জানতে চান। ২ জনের খরচ সম্পর্কে একটি রাফ ধারনা দিচ্ছি।
১ঃ বাস ভাড়াঃ
ক) ঢাকা হতেঃ
এসি বাসঃ ৯০০ টাকা X ২জনX ২(আপ-ডাউন) = ৩৬০০ টাকা
নন-এসি বাসঃ ৬২০ টাকা X ২জনX ২(আপ-ডাউন) = ২৪৮০ টাকা
খ) চট্টগ্রাম হতেঃ ১২০ টাকা X ২জনX ২(আপ-ডাউন) = ৪৮০ টাকা
২) হোটেল ভাড়াঃ
প্রতিদিন- ৬০০ থেকে ১২০০ টাকা ( হোটেলে/এসি-নন এসি ভেদে)
নন-এসি স্ট্যান্ডার্ড কাপল বেড ৮০০ টাকা।
৩) খাবার খরচঃ ২ জনের প্রতিদিন ৪৫০-৫০০ টাকা (এভারেজ খাবার)
৪) রাঙ্গামাটিতে ঘোরার খরচঃ
ক) শুভলং, ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার, রাজবাড়ী
বোট ভাড়া- ১৫০০ টাকা
ঝুলন্ত ব্রিজ বোট পার্কিং ফি-১০০ টাকা
ঝুলন্ত ব্রিজ প্রবেশ ফি , ২ জন- ৪০ টাকা
শুভলং ঝর্ণা প্রবেশ ফি, ২ জন ২০ টাকা
খ) কাপ্তাই উপজেলায় ঘুরতে গেলে-
সিএনজি (রিজার্ভ) - ১৫০০ টাকা অথবা
বাস/সিএনজি (লোকাল), ২ জন আনুমানিক- ৪০০-৫০০ টাকা
এবার ১-৪ যোগ করে দেখুন রাঙ্গামাটি ভ্রমনে খরচ কেমন হতে পারে।
** কাপ্তাই রাঙ্গামাটি নতুন রাস্তার অসাধারন ভিউ দেখতে হলে সিএনজিতে যেতে হবে। খরচ কমাতে চাইলে যাবার সময় বাসে গিয়ে ফেরার সময় সিএনজিতে ভেঙ্গে ভেঙ্গে নতুন রাস্তা দিয়ে আসা যেতে পারে।
** রংধনু ভ্রমন বিলাস নামে একটি প্রতিষ্ঠান কাপ্তাই লেকে ঘুরার জন্য মাঝে মাঝে প্যাকেজ ছাড়ে। ২/৩ জন ঘুরতে গেলে প্যাকেজটি কাস্টমারের জন্য লাভজনক। তাদের লিঙ্ক- Click This Link