কোন নির্ভরযোগ্য তথ্যপ্রমান ছবি-ভিডিও ছাড়া সুধু ইউটিউব দেখে বিবিসি কিভাবে বানোয়াট নিউজটি দিল।
বাম পাশে বসা টাকলা জাহিদ সাফাদিকে শিখিয়ে দিচ্ছে। ইনি লন্ডন পলাতক খালেদা পূত্র তারেক চোরার খাস লোক। সবাই তাকে জালিয়াত জাহিদ নামেই চেনে। এ হলো সেই জাহিদ যে কিনা ৬ কংগ্রেসম্যানের সাক্ষর জাল করে কঠিন ধরা খেয়েছিল। এবং কঠোর সমালোচনার মুখে বিএনপি তাকে বহিষ্কারের করতে বাধ্য হয়েছিলো। নামমাত্র বহিষ্কার।
তিনি খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, আছেনও। লন্ডনে খাম্বারও উপদেষ্টা।
আর মাঝে মডারেটর জ্যাকব কট্টর জমাতপন্থি হিসেবে পরিচিত।
বিম্পি-জামাতের ভাড়া খাটা ষড়যন্ত্রকারি হিসেবে পুর্বে অভিযুক্ত ধুর্ত ইসরাইলি সাফাদি এখন বিশেষ ফরমায়েশে নতুন স্টোরি তৈরি করছে। এই লোক এতদিন কি ঘুমিয়ে ছিলো? আগে আসলামের ঘটনার পর এত সাংবাদিক সম্মেলন, তখন বিবিসিও সাক্ষাতকার নিয়েছিল। তখন হট টাইমে কিছু বললো না, এখন কেন এই কথা?? কোন মিডিয়াতে, সাংবাদিককে না বলে বানানো ভিডিও কেন আপলোড করলো?
কোন ছবি, ভিডিও বা ভিন্ন প্রমান যদি থাকে তাঁর কাছে, সে প্রমান না দেখায়ে সোর্স না দেখায়ে মুখে মুখে বললো কেন?
টিভি চ্যানেলে না বলে ইউটিউব ভিডিও কেন আপলোড দিলো?
তার নিজস্য ফরমায়েসি বানোয়াট ভিডিওতে সাফাদি ২/৩ বার কাগজ দেখে দেখে সজীব ওয়াজেদের নামটি পড়ল।
ভিডিও সাক্ষাতকারটি তে একটি ডিসপ্লে লাগানো ছিল, জয়য়ের একক একটি ছবি দেখানো হচ্ছিল। যেই নাম কাগজ দেখে মাত্র জানা গেল, সেটা ডিসপ্লেতে আগেই থাকলো কিভাবে?
একটি নিশ্চিতই বানোয়াট ও দুরভিসন্ধিমুলক।