উভয় দিকে বিশেষ পুলিশি নিরাপত্তায় কনভয় তৈরি করে বিমানবন্দরে উড়োজাহাজের জন্য জ্বালানি নেয়া হচ্ছে
গাড়ীভর্তি মানুষকে আগুন দিয়ে কাবাব বানানো,
পরিকল্পিত ভাবে যাত্রিবোঝাই ট্রেন উল্টিয়ে নিরিহ লোকজন হত্যা করা।
গভীর রাতে মানুষের বাড়ীঘরে আগুন দেয়া।
তারা সরকারকে কিছু করছে না, আন্দলন চাঙ্গা হচ্ছে না দেখে সাধারন মানুষদের মেরে আতংক শৃষ্টি করছে।
খুনিরা যা করছে, সে তুলনায় পুলিশ অনেক কমই করছে।
সাধারন মানুষকে রক্ষায় সবাইকে আইনশৃক্ষলা রক্ষা বাহিনীদের সহায়তা করতে হবে।
সাধারন জনগন রক্ষায় পুলিশের যা যা করা দরকার তাই করতে হবে।
সভ্য পৃথিবীতে মৌলবাদ জংগিবাদ মোল্লাবাদ প্রভৃতি ফ্যাসিষ্ট শক্তির কোন স্থান নেই। কেউ তাদেরকে স্থান দেয়নি। মিশর ও আলজেরিয়াতেও সংখাগরিষ্ট হওয়ার পরও তাদের কে সামনে আসতে দেয়া হয় নাই।
আমাদের দেশের জংগি মৌলবাদিরা এককাঠি উপরে! তারা যুদ্ধাপরাধের মত ভয়াবহ অপরাধে যুক্ত ছিল। তাই তাদের এদেশে তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তাদের শাস্তি নিশ্চিত করা সভ্য সমাজের দায়িত্ব।
প্রয়জনে নির্বাচন স্থগিত করে জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হবে। আইনশৃক্ষলা রক্ষায় প্রয়জনে সেনাবাহিনী মোতায়েন করে সর্বশক্তি নিয়জিত করতে হবে।
এখনই জরুরি ভাবে করনীয় ..
অতি গুরুত্বপুর্ন ঢাকা - চট্টগ্রাম রেলওয়ে ও হাইওয়ের নিরাপদ চলাচলের ব্যাবস্থা করতে হবে
ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে নির্বিঘ্ন চলাচলের জন্য সেনাবাহিনীর সহায়তা নিতে হবে।
পুলিশ, স্থানিয় পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপি ও ভলান্টিয়ার নিয়োগ করে যে কোন মুল্যে ঢাকা - চট্টগ্রাম রেলওয়ে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এত হরতাল অবরোধের ভেতরও রিক্স নিয়ে কমবেশী যানবাহন চলছিল, শিতাকুন্ড এলাকায় চোরাগুপ্তা হামলার কারনে বার বার চলাচল বিঘ্নিত হয়েছে।
কনভয় পদ্ধতিতে ট্রাক ও বাস চলাচলের ব্যাবস্থা করতে হবে।
সরকার চেষ্টা করলে বিশেষ পুলিশ-বিজিবি + সেনা নিরাপত্তায় সামনে ও পিছে বিজিবির এসকর্ট এ ট্রাক কনভয় তৈরি করে প্রতি ট্রিপে একশত কন্টেনার বাহি ট্রাক পারাপার করতে পারে। এভাবে চালানো সম্ভব, কারন দেখা গেছে এই অঞ্চলের হামলাকারিরা সংখায় খুবই কম থাকে, বেশির ভাগ ক্ষেত্রে ৩-৪ জন দেখা গেছে।
কনভয়ের উভয় প্রান্তে পুলিশ বা বিজিবির ট্রাক থাকবে। ট্রাক হেল্পারের পাশে ছদ্দবেশে স্বসস্ত্র পুলিশ রাখা যেতে পারে।
জননিরাপত্তার জন্য সরকারকে অবস্যই সাহসি পদক্ষেপ নিয়ে যা যা দরকার তাই হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৪