বিরামহিন নির্লজ্জভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর দায়ে অধিকারের সম্পাদক আদিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
এরা ও জামাতি এজেন্ট এশিয়ান হিউমেনরাইটের সাথে তাল মিলিয়ে প্রথমে ৩ হাজার নিহতের দাবি করেছিল। এখন আদিলুর রহমান দাবি করেছিলেন ১২৬ জন নিহত। যার ৬১ জনের নাম আছে।
এদের উচিত শাস্তিই কাম্য।
অতচ লন্ডন ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে বলছিল, ৫/৬ মে মিলিয়ে কমপক্ষে হেফাজত + শিবিরের ৫১ জন মারা গেছে।
এটা সরকারি প্রেসনোটের সাথে মোটামটি মিল আছে। ৬ই মে সকালে কাচপুর সানার পার এলাকায় পুলিশের উপর হামলা কালে ৩৩ জন নিহত হয়।
এদের হামলায় ৫ পুলিশ ২ বিজিবি সদস্যও নিহত হয়েছিল
৫ ই মে পল্টন ও স্টেডিয়াম এলাকায় জামাত শিবিরের কোরান পোড়ানোর সময় ও গাড়ীতে আগুন দেয়ার সময় ৭ জন নিহত।
৬ই মে গভীর রাতের অভিযানে মতিঝিলে কেউ মারা যায় নাই। দুপুরে ভিড়ের চাপে ৪ জন বয়ষ্ক ব্যক্তির সাভাবিক মৃত্যু হয়েছিল, অভিযান কালে এই ৪ টি লাশ উদ্ধার করা হয় = ১১ জন
নিহত ৫ পুলিশ ২ বিজিবি সদস্য সহ এই সংখা ৩৩+১১+৫+২ = ৫১ জনই দাঁড়ায়।
কট্টর বাংলাদেশ বিরোধী বলে পরিচিত হিউম্যান রাইটস ওয়াচ ৫৮ পৃষ্ঠার রিপোর্টে গণহত্যার দাবিকে ভিত্তিহিন বলেছিল।
হিউম্যান রাইটস ওয়াচ BBC কাছে বলছে, ৫ই মে রাতে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো পুলিশি অভিযানে মৃতের যে সংখ্যা হেফাজত ও প্রধান বিরোধীদল বিএনপির পক্ষ থেকে করা হয় - তাদের অনুসন্ধানে তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।
Click This Link
অতচ অধিকারের সম্পাদক আদিলুর রহমান দাবি করেছিলেন ১২৬ জন নিহত। যার ৬১ জনের নাম আছে।
প্রপাগান্ডা ছড়িয়ে জনসৃংক্ষলা নষ্ট করতে পারবেন, কিন্তু প্রমান দিতে পারবেন না। মিডিয়ার কাছেও লুকচুরি করবেন, নাম বলতে পারবেন না, লজ্জায়?!
বগুড়া-রাজশাহীতে সায়েদি চাঁদে দেখা নিয়ে যখন ১৫০ নিহত হয়েছিল তখন তো নিহতের নাম বলতে লজ্জা হয়নি? এখন লজ্জা কিসের?
নাম প্রকাশ করবেন না! আবার ট্রেড উইনিয়ন এর মত ৩ দফা মতলবি শর্ত জুড়ে দিবেন!
কিছুদিন আগে ছাগু পত্রিকাগুলো (ইনকেলাব, নয়াদিগন্ত) দু-চারজনের নাম প্রকাশ করে বিশাল ধরা খাইছিল, চাঁদপুরের স্থানীয় দৈনিকের সাংবাদিকরা সেই মাদ্রাসায় (উজানি মাদ্রাসা, কচুয়া, চাদপুর) পরিক্ষার দিন দেখে এরা সুন্দর মত হাজির হয়ে পরিক্ষা দিচ্ছেন!
এরা প্রথমে বিএনপির সাথে তাল মিলিয়ে বলেছিলেন তিন হাজার নিহত! বিএনপি পরদিনই তিন হাজারের গায়েবানা জানাজা নামাজ পড়ে ফেলে, কিন্তু হেফাজত পরে বিবৃতি দিয়ে এই গায়েবানা জানাজা প্রত্যাক্ষান করেছিল।
ভন্ড আদিলুররা ধারাবাহিক মিথ্যাচার করেই যাচ্ছিল ...
প্রথমে - ৩০০০
তারপর - ২,৫০০
এরপর - ১২৬
এর কিছুদিন পর - ৬১
এসব ভন্ড আদিলুর-মাহামুদুরদের কঠিন শাস্তিই কাম্য।
এটিও পড়ুন -
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৮