কোটা বিরোধী আন্দোলন? নাকি ভেতরে অন্য কিছু?
কোটা বিরোধী আন্দলন চলছে।
এদেশে ৫০% মহিলা, এরা মহিলা কোটাও বন্ধ চাচ্ছে! যেখানে বেশিরভাগ দফতরে নারীকোটা ১০ ভাগও পুরন হয় নাই।
মহিলা বিদ্দ্যেষি বর্নবাদি মুক্তিযোদ্ধা বিরোধী আন্দলোন কোনদিনই সফল তে পারে না।
মেধাবী! (পরীক্ষায় ফেল করেও মেধাবী) দাবিদারদের বলছি -
আপনারা এত কম বেতনে সরকারী চাকুরি করতে চাচ্ছেন কেন?
আপনাদের জন্য রয়েছে ৩ গুন বেশী বেতনে বিশাল খাত প্রাইভেট সেক্টর!
কম বেতনে সরকারি চাকুরি করে দেশকে বিশেষ 'সেবা' দিতে চাচ্ছেন?
মুক্তিযোদ্ধা কোটাও বাদ দিতে চাছেন?
মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধে গেল, জীবন হারালো! এরা প্রানপন যুদ্ধ করে স্বাধীন না করলে আমাদের জন্য ভিক্কার কোটা থাকত মাত্র ১০%
বাকী ৯০% থাকত উর্দূভাষীদের জন্য।
কোটা সিষ্টেম বাংলাদেশের শুরু থেকেই চলছে ৪২ বছর ধরে কোন বিতর্ক ছাড়াই।
কোটা ব্যাবস্থা পৃথিবীর অনেক দেশেই চালু আছে, আছে ধনাঢ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও অষ্ট্রেলিয়াতেও আছে, পাসের দেশ ভারতেও ...
অনেকে বলছেন জনসংখ্যার ১.২৫% মুক্তিযোদ্ধাদের জন্য ৩০%?
পৃথিবীতে কোথাও জনসংখার অনুপাতে কোথাও কোটা রাখা হয় না,
কোটা রাখা হয় সুধুমাত্র পিছিয়ে পরা, আদিবাসি জনগোষ্ঠির জন্য, অনুন্নত রিমোট এলাকার জন্য। আর প্রাক্তন যুদ্ধফেরত যোদ্ধাদের (ভেটারেনস) জন্য।
আমেরিকায় ২য় মহাযুদ্ধ ফেরত সৈনিক, ভিয়েতনাম ফেরত যোদ্ধাদের ও তাদের পোষ্যদের উচ্চহারে কোটা ও অন্যান্ন সুবিধা চালু আছে। ভেটরেনসদের জন্য থাকে আলাদা কাউন্টার আলাদা লাইন। রেশন, ট্রেনভাড়া ফ্রী! বুড়ো হয়েগেলেও তাদের পরিচর্যার জন্য লোক রাখা হয়।
আমরা এত স্বার্থপর কেন?
আমরা এক হতভাগ্য জাতি, দলবাজি করতে নিজ দেশে ছাগু পালি। নিজের ইতিহাস ভুলে যাই, ৩০ লাখ নিয়ে সন্দেহ পোষন করি, ভুলে যাই পূর্বপুরুষদের বীরত্বগাথা, আমাদের মত হতভাগা জাতি আর কে আছে?
আন্দলোনকারিরা অবিরাম একটা ভুল কথা বলে যাচ্ছে - পত্রিকাগুলোও গা ভাসিয়ে দিয়েছে ..
বলছে 'মেধাবীদের বাদ দিয়ে কোটায় অযোগ্য লোক নেয়া হচ্ছে'!
এটা সম্পুর্ন ভুল ধারনা।
কোটা প্রার্থিরা সবার সাথে প্রতিযোগিতা করে প্রয়জনীয় পাবলিক পরিক্ষায় উত্তির্ন হয়ে ক্রাইটেরিয়া মেনেই যোগ্যতার পরীক্ষা দিয়েছে, তাদের পরিক্ষা তো আলাদা প্রশ্নপত্রে হয় নি।
পরীক্ষা পাশ করার পরই কোটা এপলিকেবল হয়।
সুতরাং 'মেধাবীদের বাদ দিয়ে কোটায় অযোগ্য লোক নেয়া হচ্ছে'! এটা ভাবার কারন নেই।
কোটা কিছু কমানো যেতেপারে। সর্বমোট ৩০-৪০% যথেষ্ট হবে। এর ডাটাবেস রাখতে হবে, কোন পরিবার বেশী পেল, কারা কোটা থাকার পরও বঞ্চিত হল।
ভাইভা পদ্ধতি বাতিল করা উচিত। এটা দুর্নিতির মুল।
সচ্ছতা দরকার। সচ্ছতা থাকলে অনেক বিতর্ক, অনেক ক্ষোভ দূর করা যায়।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪২