আমার অফিসে বোধহয় আমিই সবচেয়ে ভ্রমণপাগল। সাধারণত অফিসের কাজের ফাঁকে সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি। কখনও ফ্যামিলীর সাথে, আবার কখনও বা বন্ধু বা কলিগ জুটে যায় একজন দুজন। তাই এবার যখন বস-সহ পুরো এগারোজনের একটা টিম ফ্যামিলি ট্রিপে সিলেট যাবো বলে প্ল্যান করতে বসলাম, তখন ওখানে ভালো হোটেল-মোটেল দেখে ভাড়া করার দায়িত্বটা আমার ঘাড়েই যে পড়বে সে তো জানা কথা !
সিলেট বলতে আসলে ঠিক সিলেট নয়, মৌলভীবাজার। আমি এর আগে গেছি বার দু’য়েক। তাই কমবেশি ধারণা ছিলো জায়গাটা সম্পর্কে। তাছাড়া এমনিতেও একসাথে অনেকে যাচ্ছি। এই বৃষ্টির মৌসুমে হয়তো বাইরে খুব একটা ঘোরাঘুরিও করে ওঠা হবে না কারোই। তাই এমন একটা থাকার জায়গা হলে হয়, যেখানে বসেই প্রকৃতি উপভোগ করা যাবে। জানালা খুললেই ধরুন গাছ-গাছালি। আর বৃষ্টির সময় বসে গেলেন এক কাপ গরম কফির কাপ হাতে নিয়ে। আর তাছাড়া বড়কর্তা যাচ্ছেন সাথে। থাকার জায়গাটা সেই মানের হওয়া চাই।
সবকিছু মিলিয়ে চোখ বন্ধ করে নতুন হওয়া ডুসাই রিসোর্টে বুকিং দিয়ে ফেললাম। বুকিং দিতে গিয়ে দেখি আরেক দারুণ ব্যাপার – স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য বিশাল ছাড়! সপ্তাহের মধ্যের দিনগুলোতে ৩৩% আর বৃহ:স্শতি, শুক্র ও শনিবারে ২০% ডিস্কাউন্ট । আমরা এতগুলো মানুষ থাকছি চারদিন, মানে বিশাল খরচ বেঁচে যাচ্ছে। শুধু তাই নয়, রিসোর্টের রেস্টুরেন্ট আর স্পা-তেও ডিসকাউন্ট আছে! সবকিছু মিলিয়ে চোখ বন্ধ করে নতুন হওয়া ডুসাই রিসোর্টে বুকিং দিয়ে ফেললাম। বুকিং দিতে গিয়ে দেখি আরেক দারুণ ব্যাপার – স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য বিশাল ছাড়! সপ্তাহের মধ্যের দিনগুলোতে ৩৩% আর বৃহ:স্শতি, শুক্র ও শনিবারে ২০% ডিস্কাউন্ট । আমরা এতগুলো মানুষ থাকছি চারদিন, মানে বিশাল খরচ বেঁচে যাচ্ছে। শুধু তাই নয়, রিসোর্টের রেস্টুরেন্ট আর স্পা-তেও ডিসকাউন্ট আছে! আর এই রিসোর্টের সুবিধাগুলোও দারুণ - বিশাল পুল, জ্যাকুজি, বাচ্চাদের খেলার মাঠ, মুভি হল আরও কত কিছু !
মোট কথা, আরাম আয়েশের সাথে এর চেয়ে ভালোভাবে প্রকৃতি উপভোগ করার সুযোগ আমার এর আগে হয়নি। বস আর বসের ফ্যামিলিও দেখলাম খুব উপভোগ করলো ক’টা দিন। আমার আমিও মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলাম – ট্যুর-প্ল্যানার হিসেবে হয়তো এ যাত্রায় বোধহয় মানরক্ষা হয়েই গেলো!