মানুষ কত রকম ভাবে কানা হইতে পারে বইলা আপনার মনে হয়??
জন্মগত কানা , দুর্ঘটনার কারনে কানা, রাতকানা??
ঐ গুলাতো আছেই । কেউ কানা হয় ভাগ্যের অভাবে । কেউ কানা হয় ভিটামিনের অভাবে । বিজ্ঞানের যুগ এখন সব কিছুরই চিকিৎসা আছে ।
কিন্তু এক ধরনের কানা আছে যার কোন চিকিৎসা নাই । অন্তত বাঙ্গালির ক্ষেত্রে । তা হইল দলকানা । সব রোগই কোন কিছুর অভাবে হয় । যেমন আগের গুলা ছিল ভাগ্য, ভিটামিন এ সবের অভাবে । কিন্তু এই দলকানা রোগ টা হয় দেশ প্রেমের অভাবে ।
অন্য গ্রুপের কানাদের কারনে দেশের কোন ক্ষতি হয় না । কিন্তু দল কানার ব্যাপারটা আলাদা । আপনি কি মনে করেন, এখন দেশের যে অবস্থা তার জন্য দায়ি আওয়ামীলীগ , বিএনপি- জামাত ? ভুল আপনি ভুল । দেশের এই অবস্থার জন্য এক মাত্র দায়ি এই সব দল কানারা ।
কেমনে ? এই যে রাস্তা ঘাটে ককটেল ফুটে , বাস পুড়ে , মানুষ মরে। কে মারে? হাসিনা নাকি খালেদা? ঠিক আছে ওদের আদেশেই মারে । কিন্তু মারে বোকাচোদা বাঙ্গালিরাই তো । কিসের জন্য? এইটার উত্তর কি কোন পিকেটার দিতে পারবে ?
কোন স্মার্ট দলকানা বলতে পারে , আমি এই সব ভাঙ্গা ভাঙ্গিতে নাই । ঐ সব তো ভাল মানুষের কাজ না । কিন্তু আপনি তো আরো বড় বোকাচোদা । ফেবু , ব্লগ এ সারা দিন চিল্লান রাজাকার বিএনপি- নাস্তিক আম্লিগ । রীতিমত যুদ্ধ করেন পেজে পেজে , সাইটে সাইটে। টক শো তে যাইয়া দালালি করেন। যুক্তি চোদান।তো কি হইল? আপনার কথা শুইনা আরো দশটা দলকানা বাড়বে । এতে বলেন তো আপনার কি লাভ টা হইসে?? লাভ হয় হাসিনা- খালেদার । কারন আপনার এই দালালির কারনে তারা রাস্তা গরম করার , মানুষ মারার আরো কিছু লোক পাইয়া যাইতেসে । ভালো না?
আবার আমরাই চিল্লাই , এই দেশের কিছু হবে না । ব্যাপারটা এমন হইয়া গেল না , নিজের ্ন নিজে কাইটা বলতেসি '''আমি বাপ হইতে চাই'''
অনেক দলকানা বলেন ' কেউই নিরপেক্ষ নন । এক মাত্র পাগল ও শিশুই নিরপেক্ষ । ' যদি আপনার কথা ঠিক হয় তাইলে আমি কোন সন্দেহ ছাড়াই পাগল বা শিশু । তাও ভাল আমি বাচ্চামি , পাগলামি কইরা মানুষ মারি না , দেশের ্টকি দিয়া বাঁশ দেই না ।
আগে ভাই নিজের বুঝ টা বুঝেন । ওরা বিজনেস করা মানুষ । কেউ করে মুক্তিযুদ্ধ নিয়া বিজনেস , কেউ করে ধর্ম নিয়া । বিজনেস যাই হোক ঘুইরা-ফিরা ক্ষতি আমার, আপনার , দেশের ।
এই সব বিজনেস টিজনেস বাদ দেন । দেশের কথা চিন্তা করেন । নিজের বুঝটা বুঝতে শিখেন । চোর চুরি করবোই । আমরা দরজা খোলা না রাখলেই হয় । ২-৩ দিন চেষ্টা করবে । এই পর চুরি করাই ছাইড়া দিবে ।
আজকে যেই দলের দালালি করতেছেন , হয়ত দেখবেন ওই দলেরই অন্য কানার ককটেলে- গুলিতে রাস্তায় মইরা পইরা থাকবেন । তখন আপনার পরিবার রে হাসিনা- খালেদা আইসা দেখবে না ।
১. ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪ ০
১০০০০০০০০০% সহমত