আমার অন্তত আর সন্দেহ নেই যে, এটা হবেই হবে ।
কে দায়ী সে প্রশ্ন করলে এক কথায় বলবো, যারা দায়িত্ববান ছিলো, তারা সবাই দায়ী ।
যারা আজ এত বড় গণহত্যার সংবাদে উল্লাস প্রকাশ করছেন, তাদের মানসিক সুস্থতা নিয়ে আমার তেমন প্রশ্ন না থাকলেও, তারা যে অপরিণামদর্শী এবং অদূরদর্শী- সন্দেহ নেই...
যারা হামলা করেছে মতিঝিলে, তাদেরও লজিক আছে । তারা তাৎক্ষণিক সমাধান চেয়েছেন । সাথে আছে আদর্শের জযবা...
যারা পাটকেল ছুঁড়ে প্রতিহত করতে যেয়ে বেঘোরে প্রাণ হারিয়েছেন, তাদেরও লজিক আছে । সাথে আছে ধর্মের অনুরাগ..
আমার বিশ্বাস মিথস্ক্রিয়ায় আক্রান্ত দুই দলই ।
একদল পাওয়াফুল । তারা পাওয়ার প্রয়োগ করেছে । অন্যদলের পাওয়ার নেই । তারা পাওয়ার অর্জনের শেষ চেষ্টা এখন করবে...অনেকেই অস্ত্রের তালাশে নামবে এখন...নামছে বৈকি ! গোপন পথে অস্ত্রের সন্ধানে নেমেছে একসময়ের সাধারণ গুলির শব্দে ভয় পাওয়া মানুষ....
আপনি বলবেন, হ, দেখমু । অরা কদ্দুর পারে ।
আমি বলবো, কবে দেখবেন ? বিশ্বের বহুদেশের জঙ্গীবাদের উত্থানটা এভাবেই দেখমু কইয়াই শুরু হইছে । পাকিস্তানের পারভেজ মোশারফ এমেরিকার পা পর্যন্ত চেটেছে এই দেখমু কইয়া । ক্ষমতার পালাবদলে কারা তারে দেখে বলেন তো ?
আমি জানি না, কারা কি চেয়েছিলো...তবে সেই দল সফল হয়েছে যারা আগামি চল্লিশ বছরের জন্য দেশটাকে অশান্ত রাখতে চেয়েছিলো...
আমি অনেক কিছুই হাতে কলমে জানি...যেখানেই বলতে যাই, তার পরদিন আমাকে জঙ্গী বা রাজাকার বা সন্ত্রাসী বা বিদেশী গোয়েন্দা বলে নিশ্চিত আটক করবে...শুধুর অবলা নারীর মতো এখন অশ্রু ফেলবো আমি.....আমার সামনে ক্রুর হাসিতে মাতবে দেশের, ধর্মের, মানবতার সবচেয়ে বড় শত্রুরা...আমি শুধু চোখের জল মুছে যাবো....
এই জন্যই চেয়েছিলাম, শাহবাগ আর হেফাজতের মিলন হোক...প্রধান দুই দলের মিলনের কোনো দরকার নেই...দুইদলের ভাওতাবাজির বাইরে এসে সত্যিকারের দেশপ্রেম দেখিয়েছে সাধারণ মানুষেরএই শাহাবাগ আর হেফাজত...
কিন্তু হলো উল্টোটা...দুইদল সমঝোতায় ঠিকই নির্বাচনে যেতে চাইবে..কিন্তু তার আগে আরেক কোটালিপড়া হবে..আবর লালপতাকা জাগবে...জাগবে জনযুদ্ধ..জাগবে হরকত.....না না, এরা কেউ না..তবে যারা জাগবে, তারা এদেরই মতো ধ্বংসের উন্মাদনায় আদর্শের মিথস্ক্রিয়ায় আক্রান্ত জঙ্গী....
বিশ্বাস করুন, আর সময় নেই...এবার জঙ্গীবাদের উত্থান ঘটবেই, ঘটবেই, ঘটবেই ঘটবে....
বিশ্বাস না হলে অপেক্ষায় থাকুন....