somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আব্দুল গাফফার চৌধুরী সত্য বলেছেন।

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক চাচার নাম আজিজ, দাদার নাম ময়েয, আরেক প্রতিবেশি চাচার নাম রহিম, গ্রাম সম্পর্কে দাদার নাম রহমান। প্রতিবেশি দাদার নাম সাত্তার, মামার নাম গাফফার।। এভাবে হাজারও নাম আছে।
বহুদিন এগুলো মানুষের নামই জেনে আসছিলাম। বড় হয়ে আরবি কায়দা শিখতে গিয়ে আল্লাহর ৯৯ নামের ঘর পড়তে গিয়ে দেখিলাম, না ঐগুলো শুধু আমার দাদা চাচার নাম না। আল্লাহরও পবিত্র নাম। তখন হুজুরকে বললাম, হুজুর এইযে আল্লাহর নামে আমরা মানুষ কে ডাকি এতে পাপ হয়না? আল্লাহর সাথে কারও শিরিক চলবেনা তবে ছেলেদের নাম কেন আল্লাহর নামে রাখে। সহজ প্রশ্নের উত্তর দিতে হুজুরের দেরি হল না। বললেন, সন্তানের নাম যদি আল্লাহর নামের সাথে মিলে রাখে তবে সেটার আগে আব্দুল যুক্ত করতে হয়! আমি বললাম লিখার সময় আব্দুল লিখলেও ডাকার সময় কেউ তার সন্তান বা পরশীকে আব্দুল অমক বলে ডাকেনা। হুজুর বললেন সেটাতে কঠিন পাপ হবে!
আমি যেমন জানতাম না রহিম করিম খালেক মালেক আল্লাহর নাম। তেমনি প্রাক ইসলামের যুগে আরবের লোকেরাও জানত না যে এগুলো একজন প্রভূরই নাম। তাই তারা বিভিন্ন দেব দেবতাদেরকে এইসব এক এক নাম দিয়ে ডেকে পূজা করত। কিন্তু কোরয়ান শিখিয়েছে যে এগুলির সকল কিছুর বা গুনের একমাত্র মালিক আল্লাহ সুতুরাং নাম ভেদে রুপ দিয়ে পুজা কর না। তিনি এক ও ওয়াহিদ। এগুলো তারই গুনবাচক নাম।
আর সেটিই বলেছেন গাফফার চৌধুরী, যে আল্লাহর সকল নাম প্রাক ইসলামের কাফের তাদের দেব দেবীদের নাম ছিল পরে ইসলাম সকলকে এই বিষয়ে মোডিফাই করেছে এক আল্লাহর নামে।
ভাইজানেরা দোষ কোথায় তার?
আরবি ভাষা আগে এসেছে নাকি ইসলাম? যদি ধরি আরবি ভাষা আগে তবে কত আগে? উত্তর হবে বহু হাজার বছর আগে। আমি বলব কোরান? ১৪০০ বছর আগে। তাহলে আরবি ভাষাতে যদি খালেক মালেক শব্দ না থাকত তবে কোরান নাজিলের সময় কেমনে বুঝল আল্লাহ খালেক মানে সৃষ্টকারী, মালেক মানে সত্তাধীকারী।? / এগুলি শব্দ যেহেতু কোরানে স্থান পেয়েছে তা বোঝার জন্যই শব্দ আগে এসেছে। শব্দ হল ভাষার জন্মদাতা, আর সেই ভাষার অলংকার হল সাহিত্য বা কিতাব। বলুন, ভাষার শব্দ আগে নাকি গ্রন্থ??
যদি ধরেও নিই এটি বেহেস্তি ভাষা বাবা আদমের জুবান আর ইব্রাহিমের বুলি। তবে বলুন আরবের পিতা কে? নিশ্চয় ইসমাইল? কারণ হযরত ইসমাইল হলেন জাজিয়াতুল আরবের পুর্বপূরুষ। আর তার ভাই হযরত ইশাক হলেন ইসরাইল জাতির পিতা। তাহলে বুঝুন, ইসমাইল বংশে ইসলাইলের পর প্রথম ও শেষ নবী হলেন মুহাম্মাদ। অর্থাৎ ৫ হাজার বছর আরবী ভাষী কোন নবী পায়নি, অথচ তাদের মুখের ভাষা ছিল বেহেস্তি ভাষা। আর ফেরেস্তা, অন্য মাখলুক আল্লাহকে ৯৯ গুনবাচক নাম ধরে ডাকতেন যা আরবের লোক জানতেন না, তারা ছিলেন কাফের!
আবারও বলতে হবে আমি কায়দা সিফারা পড়ার আগে যেমন জানতাম না এগুলি আল্লাহর নাম, তেমনি আল্লাহর ৯৯ নাম আরবি ভাষার লোকের কাছে পরিচিত চিলনা যে এগুলো আল্লাহ্‌র নাম, বরং এই শব্দ গুনবাচক হওয়ায় তারা পূজারী হিসেবে বিভিন্ন দেবদেবি প্রতিষ্ঠা করে পূজা করা কেন অসাভাবিক হবে??
তারা কি কোরান নাজিলের আগে জানত যে এই নামগুলি পবিত্র লাওহে মাহফুজে আল্লাহ দুনিয়া সৃষ্টির আগে থেকেই নিজের হিসেবে পাক কালামে সংরক্ষণ করেছেন?
একটি কথা মনে রাখতে হবে, আরবি যদি রসুল (সা) আজ পর্যন্ত ১৪০০ বছর মুসলিমদের দখলের হয় তবে রসুল (সা) আবির্ভাবের ৫ হাজার বছর হতে তার জন্ম পর্যন্ত আরবি ভাষা ছিল কাফেরদের জবান।
ইসলাম কি বলে তা দেখুন।
ইসলাম বলে সকল নবীর মুজেজা ছিল, আর মুহাম্মাদ (সা) মুজেজা কোরান, কারণ আরব নাকি সে সময়ে কবি সাহিত্যিকে পরিপূর্ণ ছিল। ছন্দময় কবিতা রচনা করে কবিতা আবৃতি করে সাহিত্য রচনা করে ভাষার ভান্ডার গড়ে ছিল, আর তাদের সে সব কাফেরী কবিতার জবাব দিতেই সেই ভাষায় সাহিত্য সম্বলিত কিতাব নাজিল হল নবীর উপর যা দেখে তারা ঘাবড়ে গেল যে মুহাম্মাদের মত উম্মি মানুষ কি করে সাহিত্য নিয়ে এল? আর কুরান ছিল তাদের সাহিত্যকে তাদের কবিতা ছন্দকে ধ্বংসকারী কিতাব।
তাহলে আর আব্দুল গাফফারের কি দোষ যিনি বলেছেন যে আল্লাহর নিরানব্বই নামের প্রত্যেকটিই কাফেরদের দেবদেবী দের নামেই ছিল??
তারা সাহিত্যে এত ধনী ছিল আর গুনবাচক বা বিশেষণ শব্দ তারা অজানা ছিল তা কি করে হয়?
** এখন বাঁকি থাকল যে তিনি হযরত মুহাম্মদ (সা) কে উদ্দেশ্য করে বলেছেন ' রাসুল হিসেবে তাকে এককভাবে ডাকা যাবেনা কারণ তিনি একাই রসুল নোন।'
আবদুল গাফফার চৌধুরীরর এই বাক্যই প্রমাণ করে যে তিনি নাস্তিক নোন। তিনি রসুল নবী মানেন।
আরবের ইহুদীরা মুসা (আ) কে শ্রেষ্ঠ নবী মানতেন আর তার পর কোরানের আয়াত দ্বারা মুসলিম জাতিকে নবী ও রসুলদের মধ্যে শ্রেষ্ঠতা নির্ধারণ করাকে নিষেধ করেছেন। নবীদের মান সমান।
তাহলে গাফফার চৌধুরী আর কি ভুল বলেছেন?
আব্দুল গাফফার চৌধুরী মিথ্যা কিছু বলেন নাই।
কুরানের ৯৯ আল্লাহর নামগুলো প্রাক ইসলামের যুগে কাফেরদের দেবতাদেরও একই নাম ছিল। যা ড. জাকির নায়েক বহুভাবেই বুঝিয়েছেন।
যেমন, হিন্দুদের (হিন্দুদের কাফের বলছিনা, শুধু উদাহরণ) ব্রম্মা অর্থ সৃষ্টিকর্তা, যার আরবী হয় খালিক, মানে আল্লাহর নাম। বিষ্ণু মানে পালনকারী যার আরবি হল রব, মানে আল্লাহর নাম। এমনকি আল্লাহ শব্দটিও ইসলাম আসার কয়েক হাজার বছর আগে থেকে ব্যবহার হয়ে আসছিল, কোরানে আল্লাহ শব্দটিও প্রথম নয়, উদাহরণ: রসূল (সা:) এর পিতার নাম আবদুল্লাহ, মানে আব্দুল + আল্লাহ। রসুলের জন্মেরও আগে তার মৃত্যু হয়। সুতুরাং জনাব গাফফার চৌধুরী এমনকিছু বলেননি যাতে ইসলামে আঘাত আসে। তিনি মাদ্রাসাতে আরবি সাহিত্যেও পড়ালেখা করেছেন তাই উনি অনেক ভাল বোঝেন।
আমি তাকে সমর্থন জানাই এবং সবাইকে জনাব গাফফার সাহেবের কথা না বুঝে কুতর্ক করা থেকে বিরত থাকার আহ্বান জানাই।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৪
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা-বিরোধীদের হাতে বাংলাদেশের প্রশাসন দেয়াটা অন্যায় হবে।

লিখেছেন জেনারেশন৭১, ২৪ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:১৭



জেননারেল জিয়া শেখকে হত্যা করে বাংলাদেশ দখল করেছিলো; এরপর, ক্যান্টনমেন্টে বসে, স্বাধীনতা-বিরোধীদের নিয়ে বিএনপি গঠন করেছিলো; ইহা ছিলো ক্রাইম। জামাত জাতির স্বাধীনতা নস্যাৎ করার জন্য জাতির বিপক্ষে... ...বাকিটুকু পড়ুন

বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, মহাবিশ্ব খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে; কুরআন কী বলে?

লিখেছেন নতুন নকিব, ২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪০

বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, মহাবিশ্ব খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে; কুরআন কী বলে?

(মহাবিশ্বের ছবি: ওয়েব থেকে সংগৃহিত)

বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে মহাবিশ্ব এমন হারে সম্প্রসারিত হচ্ছে যা প্রচলিত পদার্থবিজ্ঞানের ধারণা দিয়ে ব্যাখ্যা... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ইজতেমা কে কেন্দ্র করে চলমান অস্থিরতা নিরসনের উদ্যোগ ফলপ্রসু হয়েছে।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৩


জানুয়ারি মাসের শেষ ভাগে সংঘটিত হওয়া বিভিন্ন ঘটনা নিয়ে মানুষের মধ্যে বেশ অস্থিরতা কাজ করছিল। বিশেষত ২০শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসীন হওয়াকে কেন্দ্র করে পতিত স্বৈরাচার অনলাইনে খুব... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। পালিয়ে গেছেন আসিফ-সারজিসরা?

লিখেছেন শাহ আজিজ, ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৫



একটি গুজব ছড়িয়ে পড়েছে যে কোমলমতি ছাত্রনেতারা পালিয়ে গেছেন । আপনাদের কাছে কিছু তথ্য থাকলে শেয়ার করুন । ...বাকিটুকু পড়ুন

শীতের শহর

লিখেছেন সামিয়া, ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৪

ছবিঃ নেট

শীত যাই যাই করছে।
ঠোঁট ফেটে জমে, ক্লান্তি চোখের পাতায়
ভাঙা শহরের ভাঙা দেয়ালে
কেউ থাকে, কেউ হয় নিরুদ্দেশ।

পৃথিবীর বুক চিরে
সমাজের পাঁজরে ঢুকে
রক্ত মাখা খোঁচার আঘাত,
জীবন হাসে।

কেউ কেউ হাসে
দু হাত... ...বাকিটুকু পড়ুন

×