শুরু হয়ে গেছে বহুল প্রতিক্ষিত মহান একুশে বই মেলা:২০০৯। এর আগে তিনটে পোস্টে সাম..ইন ব্লগের লেখকদের প্রকাশিত/প্রকাশিতব্য বইয়ের তালিকা দেওয়া হচ্ছিল এবং এই প্রক্রিয়া চালু থাকবে ফেব্রুয়ারীর শেষতক। ব্লগার লেখকদের অনুরোধ করব যেন তারা, তাদের প্রকাশিত/প্রকাশিতব্য বইয়ের তথ্য কমেন্টে দেন। এতে করে ব্লগার পাঠকগন সহযে ব্লগার লেখকদের বই খুঁজে পাবেন আর লেখকদেরও খানিক প্রচার/প্রসার ঘটবে আশা করি।
সামহোয়্যারইন ব্লগ প্রকাশনা:
সামহোয়্যারইন_ব্লগ গল্প সংকলন ২০০৮: অপরবাস্তব-৩
মোট গল্পের সংখ্যা : ২২টি
পৃষ্ঠাসংখ্যা : ৯৬
মূল্য : ১০০ টাকা।
প্রকাশক : ছাপাকল
পরিবেশক : সংহতি (একুশে বইমেলায় স্টল নম্বর ১৯২)
অনলাইন পরিবেশক : http://www.boi-mela.com
এখন পর্যন্ত প্রাপ্ত ব্লগার লিখিয়েদের প্রকাশিতব্য বইয়ের তালিকা নিচে দেওয়া হলো:
১। পথিক!!!!! (মামুন ম. আজিজ )......"তথাপি"----ছোট ছোট গল্পের সমারোহ
২। রবিউলকরিম ...... " ডোরাকাটাদের দেশে"------গল্পগ্রন্থ
৩। প্রণব আচার্য ......... "সূর্যের একচ্ছত্র অধিকার অস্তের পূর্বে" কবিতার বই। প্রকাশ করেছে ভাষাচিত্র। পাওয়া যাবে বইমেলার ভাষাচিত্র স্টলে।
স্টল নম্বর ৪০৯।
৪। মাজুল হাসান......... "টিয়ামন্ত্র" গল্পগ্রন্থ
৫। ইমন জুবায়ের -এর একটি ছোট গল্প, ছোট কাগজ শিড়দাঁড়া'য়, সম্পাদক সুহৃদ শহীদুল্লা।
৬। ফাহমিদুল হক ........ সম্ভাবনা আছে, এখনো নিশ্চিত নয়
৭। আরিফ জেবতিক ......."এক এগারোর রাতে একুশ নম্বর আঙুল "----রাজনৈতিক উপন্যাস, সম্ভাবনা আছে
৮। তপন বাগচী .......৮টি বইয়ের প্রস্তৃতি রয়েছে
ক। প্রফুল্ল গোঁসাই গীতিসমগ্র (সংগ্রহ)
খ। বাংলাদেশের যাত্রাশিল্প (সংকলন)
গ। লোকসাহিত্য পত্রিকা : নির্বাচিত রচনা (সংকলন)
ঘ। নীলকমল মিশ্র ও তাঁর ভাওয়াইয়াগান (গবেষণা)
ঙ। মোসলেমউদ্দিন বয়াতি ও তাঁর জারিগান (গবেষণা)
চ। নির্বাচিত ১০০ ছড়া (ছড়া)
ছ। রাধারমণের গান (গবেষণা)
জ। শেষ দৃশ্যের আগে (উপন্যাস/ জেমকন সাহিত্য পুরস্কারপ্রাপ্ত)
৯। মুজিব মেহদী
ক। কাব্যগ্রন্থ ...'চিরপুষ্প একাকী ফুটেছে'। প্রকাশক অ্যাডর্ন।
খ। রূপান্তরিত গল্পগ্রন্থ..'সটোরি লাভের গল্প' । প্রকাশক পাঠসূত্র।
১০। হাসান মোরশেদ দুটি বই
ক। "শমন শেকল ডানা" (উপন্যাস) প্রকাশক--শুদ্ধস্বর
খ। "দানবের রূপরেখা" (অরুন্ধতী রায়ের সাক্ষাৎকার)---প্রকাশক--শুদ্ধস্বর
১১। আমজাদ সুজন.......'দৃশ্য শিকারের বন্দুক' প্রথম কাব্যবই
১২। আবদুর রাজ্জাক শিপন........."চন্দ্রাবতীর চোখে কাজল রং"-- উপন্যাসটি প্রকাশের সম্ভাবনা রয়েছে
১৩। মুক্তি মণ্ডল ..........."পুষ্পপটে ব্রাত্য মিনতি" কবিতা-পুস্তিকা, জোনাকরোড থেকে প্রকাশিত।
১৪। আজহার ফরহাদ........"মগ্ন নৈরাজ্যের পদাবলী" কবিতার বই, ইত্যাদি প্রকাশ থেকে।
১৫। আফসানা কিশোয়ার(ব্লগার মেঘ) ........."অ-পরবের দিন", কবিতার বই, বের করছে উতস প্রকাশন।
১৬। এখনও গল্প লিখি ..........'বউ কথা কও' গল্পগ্রন্থ
১৭। মুয়ীয মাহফুজ......-"হুইসেল বাজছে চোর পালাচ্ছে" কবিতার বই
১৮। সুমন সালেহী ......."মুচকি হাসিতে প্রেম-ঝগড়া এবং.." সাকী পাবলিশিং ক্লাব, বইমেলা স্টল নং ৪০৬
১৯। সাগর সরোয়ার ........."শেষ বিকেলের ছেলে" বিজয় প্রকাশ
২০। মোজাম্মেল প্রধান.........."ছড়ার ডিম"
২১। সুলতানা শিরীন সাজি'র কবিতার বই........"......"এক জোছনায় তুমি ও আমি" জাগৃতি প্রকাশনী।
২২। ব্লগার আমার আমি (আহমেদ ফারুক মিল্লাদ).....কাব্যগ্রন্থ"বৃষ্টির জলে জলরং ভালোবাসা" ৩য় সংস্করন, প্রকাশনী ইত্যাদি গ্রন্থ প্রকাশ।
২৩। শহীদুল ইসলাম মুকুল.......কবিতার বই "জালছেঁড়া নদী" প্রকাশক: ভাষাচিত্র।
২৪। শেখ জলিল.........'জায়গীরনামা' প্রকাশন: শুদ্ধস্বর
২৫। ইশতিয়াক আহমেদ............"হোটেল বনলতা আবাসিক" প্রকাশক: বাংলা প্রকাশ
২৬। তাহমিনা সানি ......রহস্য গল্প-"স্বর্ণদেবতার অভিশাপ" জাগৃতি প্রকাশনী।
২৭। প্রিন্স আশরাফ..........৩টি বই
ক। রহস্য উপন্যাস "দানব" জাগৃতি প্রকাশনী।
খ। রহস্য গল্প- হেকিম মুনশী ও তারা তিনজন-জাগৃতি প্রকাশনী।
গ। মৌলিক থ্রিলার উপন্যাস- যুযুধা- বাতিঘর প্রকাশনী।
২৮। ফকির ইলিয়াস .........'' কবিতার বিভাসূত্র''(কবিতা বিষয়ক গদ্যগ্রন্থ )
প্রকাশক - ভাষাচিত্র
২৯। মূর্তালা রামাত ........."অনুবাদ কবিতা"-প্রকাশক- বাতিঘর, প্রাপ্তিস্থান: ২৩৮ নং স্টল এবং লিটল ম্যাগাজিন কর্নার।
৩০। সরকার আমিন........দুটি কবিতার বই
ক। "কিছু পাপ করার চেষ্টা করি" বইটার প্রকাশক শব্দশিল্প।
খ। "আগুনের প্রতি অনুরোধ"- প্রকাশক : শুদ্ধস্বর
৩১। আহমাদ মোস্তফা কামাল.......দুটি বই
ক। অন্ধ যাদুকর, উপন্যাস। প্রকাশক : পাঠসূত্র।
খ। সংশয়ীদের ঈশ্বর, সৃজনশীল প্রবন্ধের সংকলন। প্রকাশক : অ্যাডর্ন।
৩২। নুরুজ্জামান মানিক..........‘স্বাধীনতা সংগ্রামের অপর নায়কেরা’ বইমেলায় শুদ্ধস্বরের স্টলে পাওয়া যাবে।
৩৩। মনজুরুল হক............."শকুমেন্টারি শকোথেরাপি এবং কর্পোরেট ডেমোক্র্যাসি "--প্রকাশক-পাঠসূত্র।
৩৪। অমি রহমান পিয়াল..........."জন্মযুদ্ধ" প্রকাশক--শুদ্ধস্বর
৩৫। মাহবুব লীলেন...."তৃণতুচ্ছ উনকল্প" (উপন্যাস) প্রকাশক--শুদ্ধস্বর
৩৬। মাসুদা ভাট্টি.........স্বাতীর উঠোন (গল্প ) প্রকাশক--শুদ্ধস্বর
৩৭। মুহাম্মদ জুবায়ের........." সিকি আধুলি গদ্যগুলি" প্রকাশক--শুদ্ধস্বর
৩৮। সুমন সুপান্থ............."নিশিন্দা মেঘের বাতিঘর" কবিতার বই-প্রকাশীত হয়েছে ভাষাচিত্র থেকে।
৩৯। রুমানা বৈশাখী..........."পোস্টমর্টেম"-জাগৃতি প্রকাশনী
৪০। পান্থ বিহোস......"১০ তরুণের প্রেমের গল্প" প্রকাশক : পালকি প্রকাশন (৪১৩ নম্বর স্টল)
৪১। মাহবুবুর শাহরিয়ার (ব্লগার রোডায়া)- এর দুটি উপন্যাস
ক। মহা পৃথিবী
প্রকাশকঃ বিদ্যাপ্রকাশ
স্টল নং- ২০
খ। প্রেম ও অনুভব
প্রকাশকঃ বিদ্যাপ্রকাশ
স্টল নং- ২০
৪২। এ. টি. এম. মোস্তফা কামাল ........"বাঙ্গালা রুবাইয়াত" প্রকাশক: ভাষাচিত্র।
৪৩। বিপ্লব রহমান.............."রিপোর্টারের ডায়রি: পাহাড়ের পথে পথে" পাঠসূত্র প্রকাশনী, স্টল-৩৫৪
৪৪। এহসান হাবীব............"শাদা প্রজাপতি" কবিতার বই, প্রকাশক : পাঁচিল
৪৫। আত্মপ্রকাশ ঘটেছে জোনাকরোড নামে একটি লিটল ম্যাগাজিন এর। পাওয়া যাচ্ছে একুশে বইমেলার লিটল ম্যাগাজিন চত্ত্বরের লোক, নন্দন, ব্যাস ও মেঘ এর স্টলে।
৪৬। সাঈদ জুবেরী (মাঠশালা).........."আত্মরতির খুন"- প্রকাশক: মাঞ্জাসুতা,প্রাপ্তিস্থান: (শিড়দারা, উলুখড়, কালনেত্র) লিটিল ম্যাগ প্রাঙ্গন
৪৭। েফরদৌস মাহমুদ........."নীল পাগলীর শিস" কবিতার বই, প্রকাশক : কথা প্রকাশ
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৭