শাহবাগ যখন ধীরে ধীরে পরিণত হচ্ছিলো প্রজন্ম চত্ত্বরে, প্রবাসে আমরা (মালয়শিয়া প্রবাসী ছাত্রজনতা) প্রথম ঘোষণা করলাম এই পুনর্জাগরণে আমাদের সম্পৃক্ততা -
আমাদের দাবি, বাংলাদেশের দাবি, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে স্মারকলিপি পাঠ -
সকল যুদ্ধাপরাধীর প্রাপ্য শাস্তি মৃত্যুদণ্ডের দাবি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিলাম স্মারকলিপি রূপে -
জীবিকার তাগিদে আসা এই যোদ্ধাও জানিয়ে গেলেন একাত্মতা -
বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে শ্লোগান আর জাগরণের গানে আমরা তৈরি করে নিলাম আমাদের শাহবাগ। আমাদের শ্লোগান, আমাদের গান মিশে গেলো বাংলাদেশের লাখো জনতার মিছিলে -
আমাদের কণ্ঠ মিশে গেলো লাখো কণ্ঠে, জাগরণের দাবিকে করে তুলল আরো দৃঢ়, সুসংহত -
৪২ বছরের কলঙ্ক মোচনে জাতি যখন দল-মত নির্বিশেষে সঙ্ঘবদ্ধ, এই ঐতিহাসিক চেতনার অভ্যুত্থানে আমরা রেখেছি আমাদের স্বাক্ষর -
আর আমাদের এই সুদৃঢ় স্বাক্ষর ব্যানার, দেশ ছাড়িয়ে প্রোথিত হলো প্রবাসের মাটিতে -
প্রবাসে নতুন প্রজন্মকে অংশ করে নিলাম জাগরণের শুভক্ষণে -
বাংলাদেশ হাইকমিশনারের কণ্ঠে, চোখে, হৃদয়ে আগুন, "আমরা পারিনি, তোমরা পারবে।।"
মাতৃভূমির সম্ভ্রম রক্ষায় সর্বদা জাগ্রত থাকার দৃপ্ত অঙ্গীকার -
বিশ্বকে আহ্বান প্রকৃত সত্য ইতিহাস পড়ার, জানার ও প্রকাশের -
যে চেতনার স্ফুলিঙ্গ জ্বলেছে শাহবাগে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ুক বিশ্বের আনাচে-কানাচে সমগ্র বাংলাদেশীর মননে।
গণজাগরণে আমাদের একাত্ততার কিছু চলমান চিত্র -
Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮