গণজোয়ার আর মুহুর্মূহু শ্লোগানে যখন সমগ্র বাংলাদেশ উত্তাল, গণজাগরণ যখন তীর-হারা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে চট্টগ্রামের প্রেসক্লাব থেকে সিলেটের জিন্দাবাজার, রাজশাহীর সাহেববাজার থেকে ঢাকার শাহবাগ, আমরা তখন প্রবাসে চাতকের মতো দিন-রাত অন-লাইনে নতুন আপডেটের অপেক্ষায়। এক একটা দীর্ঘশ্বাস আছঁড়ে পড়ছিলো স্ক্রীনের উপর কিছু করতে না পারার আক্ষেপে।
তখনি আমাদের বোধোদয় হলো, কেননা আমরা এখানেই গড়ে তুলি আমাদের ছোট্ট শাহবাগ। হয়তো হাজার প্রাণের বজ্র কণ্ঠ আমরা এক করতে পারবোনা, কিন্তু তাই বলে যুদ্ধাপরাধীদের প্রতি আমাদের ঘৃণা শাহবাগের তুলনায় কোন অংশে কম হবেনা। ফাঁসির রায়ের দাবি কোন অংশে কম জোরালো হবেনা।
আমরা শুধু চাই এই গণ-আন্দোলনের অংশ হতে। শাহবাগ জানুক অনেক দূরে থেকেও আমরা তাদের সাথে আছি। জানুক প্রেস-ক্লাব আমরা তাদের পাশেই আছি। জিন্দাবাজার জানুক ওরা একা নয়। সাহেববাজার জানুক এই জোয়ারের ছোঁয়া কতদূর পৌঁছেছে।
আমরা চাই জাতি কলঙ্কমুক্ত হোক। '৭১ এর নজিরবিহীন অপরাধের শাস্তি মৃত্যুদন্ড ভিন্ন কিছু আমরা চাইনা। সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি নিয়ে আমরা দাড়াবো। মাথা গুনতি হয়তো কম হবো হয়তো। কিন্তু আমাদের পাশে থাকবে সকল শহীদের আত্মা, বীরাঙ্গনার অভিশাপ, সন্তান-হারা মায়ের আর্তি।
যদি সময় পান তো একবার খানিকের জন্য হলেও এসে একাত্মতা ঘোষণা করে দেশ-মায়ের সাগর পরিমাণ ঋণের কিয়দংশ পূরণের চেষ্টা করুন।
সময় - ৮ ফেব্রুয়ারি, ২০১৩ (শুক্রবার), বিকাল ৩.৩০ থেকে ৬.৩০ ঘটিকা।
স্থান - Bangladesh High Commission Block - 1, Lorong Damai - 7, Jalan Damai, 55000 Kualalumpur, Malaysia এর সামনে
ইভেন্ট লিংক - Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭