বাংলা মায়ের বসন্ত আবাহন : বাংলা বসন্ত । মামুন রশিদ ।
আজি বসন্ত জাগ্রত দ্বারে
জেগে উঠো বাংলার মানুষ
নেমে পড় বসন্ত আবাহনে ।
চলে আসো আজ শাহবাগ ময়দানে
দলে দলে হাজারে হাজারে
তোমরা আজ নতুন বসন্ত বরণ করে নিবে ।
বাংলা বসন্ত ।
রাজাকারমুক্ত এক নতুন বাংলাদেশ ।
শাহবাগের সবুজ চত্বর আজ প্রস্তুত
নতুন বাংলা বসন্ত আবাহনে ।
তোমরা চলে আসো বাংলার মানুষ
বাংলাকে রাজাকারমুক্ত করার এই মহেন্দ্রক্ষনে ।
দুখিনি বাংলা মা আজ
একখন্ড শাহবাগ চত্বর
বিয়াল্লিশ বছরের গ্লানি সরিয়ে
নতুন বাংলা বসন্ত বরণ করে নিবে বলে
বসে আছে তোমাদের অপেক্ষায় ।
মায়ের ডাকে সাড়া দিয়ে
চলে আয় সবাই বসন্ত বরণে
শাহবাগের পীচ ঢালা পথে ।
ছবি : অন্যমনষ্ক শরৎ ।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭