কিন-বল পৃথিবির মধ্যে সবচেয়ে বড় বল যার ব্যাসার্ধ ৪৮ ইন্চি
কিন-বল অমনিকিন নামেও পরিচিত। এটা একটা দলগত খেলা, মারিও ডেমার্স নামে একজন ফিজিক্যাল এডুকেশন প্রফেসর ১৯৮৬ সালে সর্বপ্রথম কানাডার কিউবেকে এ খেলাটি চালু করেন। প্রাথমিক ভাবে এই খেলাটি কানাডাতে শুরু হলেও বর্তমানে আমেরিকা, জাপান, বেলজিয়াম, ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন, জার্মানি, ডেনমার্ক ও মালেশিয়া সহ বিভিন্ন দেশে ছরিয়ে পরেছে।
খেলোয়ারদের বয়স ভেদে ৭-১৫ মিনিটের তিনটি ধাপে খেলাটি সম্পন্ন হয় এবং প্রতি ধাপে ১ মিনিট বিরতি দেওয়া হয়।
এই খেলায় গোলাপী/নীল, ধূসর ও কালো রংয়ের তিনটি দল থাকে এবং প্রতিটি দলে ৪ জন খেলোয়ার থাকে এবং ৪ জন অতিরিক্ত খেলোয়ার থাকে। তাদের ঐ রংয়ের জার্সি অথবা এ্যপ্রোন পরিধান করতে হয়।
খেলা যখন শুরু হয় তখন দলের তিনজন খেলোয়ার দুই হাত দিয়ে বলটি উঁচু করে ধরবে এবং তাদের এক হাটু মাটিতে থাকবে ও আরেক হাটু উঁচু করে রাখবে, তারপর ৪ নম্বর খেলোয়ারটি অমনিকিন এবং অপর যে কোন দলের নাম বলে চিৎকার দিয়ে বলটিকে বারি মারবে। যে দলের নাম বলে চিৎকার দেওয়া হবে ঐ দলকে দৌড়ে গিয়ে বলটি মাটিতে ঠেকার আগে ধরতে হবে। যদি ঐ দল বলটি মাটিতে ঠেকার আগে ধরতে না পারে তাহলে অন্য দুই দল ২ পয়েন্ট করে পাবে এবং হেরে যাওয়া দলটি আবার মাঠের মাঝখানে এসে বলটি সার্ভ করবে। যদি কোন দল ভুলবসত বিরোধি দলের নাম না বলে নিজের দলের নাম বলে তাহলে অন্য দুই দল ২ পয়েন্ট করে পাবে। প্রতিবার বিরতির পর যে দলের সবচেয়ে কম পয়েন্ট থাকবে সে দল সার্ভ করবে এবং খেলা শেষে যে দলের সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সেই দল জিতবে।
কিন-বল সমন্ধে যদি আরও জানতে চান তাহলে নিচের লিন্কে যেতে পারেন
কিন-বল
এই ভিডিওটি দেখলে খেলাটি ভাল ভাবে বুঝতে পারবেন
খেলাধুলায় যে কত রকম বল ব্যাবহার করা হয় তা যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন