আমি যখন মিরপুর আড্ডাস্থলে গিয়ে পৌছালাম তখন ৩.৩০ মিনিট। আড্ডাস্থলে গিয়ে দেখি সুনসান নীরবতা। কোথাও কাউকে দেখা যাচ্ছে না। পড়লাম পুরাই ফাপড়ে।
একটু পর দেখি আরো দুইজন গাড়ী থেকে নেমে এদিক সেদিক তাকাচ্ছে। আমার সন্দেহ হলো এরাই হয়তো ব্লগার। আমি দ্রুত তাদের কাছে গিয়ে বললাম "আপনারা কি ব্লগার" ? উনারা হ্যা সূচক জবাব দিল। জানে পানি আসলো এবং হাফ ছেড়ে বাচলাম। পরিচয় হলো ব্লগার মাগুর এবং খাটাসের সাথে। তাদের সাথে কুশল বিনিময় পর্ব শেষ করার পরপরই চলে আসলেন কুনোব্যাঙ। আমি, মাগুর, খাটাস এবং কুনোব্যাঙ মিলে একটি চায়ের দোকানে ঢুকলাম, চা পর্ব চললো এবং চুটিয়ে আড্ডা হলো সেখানেই। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, একের পর এক ব্লগাররা আসতে লাগলো, ধীরে ধীরে জমে উঠলো আমাদের কাঙ্খিত মিরপুর ব্লগ আড্ডা।
অনেকক্ষণ বকবক করলাম, এবার ছবিতেই দেখে নিন সেই আড্ডা।
সেই শতবর্ষ ভাস্কর্য যেখানে মিরপুর ব্লগ আড্ডা জমজমাট হয়ে উঠেছিল
কান্ডারি অথর্ব
পরিবেশ বন্ধু
একজন আরমান
এম. মশিউর
জেরিফ
লাইভ ব্লগিংয়ে ব্যস্ত স্নিগ্ধ শোভন
মাগুর
কুনোব্যাঙ
অপু তানভীর
লাইভ ব্লগিংয়ে ব্যস্ত স্নিগ্ধ শোভন এবং কান্ডারী অথর্ব
চা ছাড়া কি আড্ডা জমে
ব্লগের আড্ডাকে ঘিরে জমে উঠেছিল মেলা। এবার সেই মেলার কিছু ছবি
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




