কোন জাতিকে যদি ধংস করতে চাও তবে তাদের তরুন,যুবকদের মাঝে,নগ্নতা,আশ্লীনতা ছড়িয়ে দাও। গত কিছুদিন আগে কোন এক বিখ্যাত ব্যাক্তির এই বানীটা পড়ছিলাম ,কার তা মনে নেই।
কয়েক দিন ধরে সানিলিউন বিষয়টা নিয়ে অনেক অলোচনা হচ্ছে,এখন এই ধরনের পোষ্ট দেখলেই অনেকে এড়িয়েযান, পড়ার আগেই অনেকেই বুঝেযান কি লিখা থাকতে পারে এই পোষ্টে!! তাই কেউ পড়ে আর সময় নষ্ট করতে চান না।
তবে কিছু উউচ্চ জ্ঞানী ব্লগারদের কিছু লিখা,কাল্পনিক হেফাজত কর্মীর সাথে সংলাপ দেখে অনেক হাসি পাচ্ছে আবার অবাক হচ্ছি এমন উচ্চতর জ্ঞান নিয়ে তারা ব্লগ লিখে কিভাবে!! জ্ঞানীদের কিছু লিখা দিলাম......।
''- সানি লিওনকে ঢাকায় আসতে দেয়া হবে না।
- কেন?
- সানি লিওন খারাপ
- আপনাকে কে বলল?
- আমি দেখছি
- ও আচ্ছা, আপনেও দেখেন !!'''!
''তথাকথিত ইসলামি দল হেফাজতে ইসলামি ওরফে কল্লা কর্তন সফির দল নাকি সানি লিওনকে বাংলার মাটিতে ঢুকতে দিবে না। এশব শুনার পর আমি হাসি ধরে রাখতে পারি না। তারা নিজেরা যে রাতের বেলা সানি লিওনির নগ্নতার ভিডিও দেখে লোমশ বুকে হাত বুলায় নাই এইটার কি প্রমান? সানি লিওনি এদেশে আসলে তাকে অনেক নিরাপত্তার সাথেই রাখা হবে। কোন কল্লা কর্তন সফি তার কিছুই করতে পারবে না। তবে প্লিজ জাকির নায়েক আর সানি লিওনি একপাত্রে মেশাবেন না। আমি অন্তত এটুকু বলতে পারি একজন জঙ্গি বাংলাদেশে প্রবেশ করলে ৫ জন মানুষ মারা যেতে পারে তবে সানি লিওনি আসলে আর যাই হোক কেউ মারা যাবে না।'''
মাত্র দুজনের টা দিলাম আরও আছে আপনারা নিজেরাই পাবেন!
এই সব উচ্চতর জ্ঞানীদের কাছে আমার প্রশ্ন
যারা মদকের বিরুদ্ধে প্রচারনা চালায় তারা কি আগে মদক সেবন করে অভিজ্ঞতা নিয়ে তারপর এর বিরুদ্ধে প্রচারনা চালায়??
বিড়ি সিগারেট খেলে ক্যান্সার,লান্স নষ্ট হয়েযেতে পারে,যারা এমন প্রচরনা করেন তারা সবাই কি ক্যান্সার রোগী বা সিগারেট টানেন??
এইডস বিষয়ে যারা সচেতনতামুলক প্রচারনা চালান তারা এইচাইভি পজেটিভ??
আপনি/তারা হয় ত বলবে না!
-তাহলে আপনি জানলেন কিভাবে এগুলা করলে এগুলা হয়?
-ঐ দিন অমুকে বলছে ওনার অমুক এই করে এই হয়েছে।
-বিশ্বাস করলেন? চিলে কান নিয়েগেছে বল্ল আর চ্যাক না করেই দৌড়?
-গবেষনায় দেখাগেছে।
-আপনি করছেন?
-না,বিজ্ঞানীরা করছে।
-আপনি জানলেন কিভাবে?
-পত্র-পত্রীকা পড়ে।
এবার কি আর বলতে হবে হেফাজতরা কিভাবে জানলো সানিলিউন কে? কি করে?
যদি উপরের আলোচনা মিথ্যা বলেন আমিও বলব হেফাজত মিথ্যা,আর যদি বলেন না ঠিক আছে,আমি বলব হেফাজত ও ঠিক আছে তাদের অবস্থানে।
আপনি বলবেন,এত কিছু থাকতে এই সানিলিউনের পিছনে কেন? অনেকেই ত আছে,বাংলাদেশেরও ত সানিলিউন আছে তাদের বিরুদ্ধে কেন লাগছে না?
মাত্র শুরু,আস্তে আস্তে সবই হবে তাদের বিরুদ্ধেও প্রতিবাদ করতে হবে এক দিনে ত সব সম্ভব না। তারা শুরু করছে নগ্নতার বিরুদ্ধে লড়াই,আপনার আমার কাজ তা এগিয়ে নিয়ে যাওয়া।
আর এখন এটা নিয়া শুরু হইছে যত কাদা ছোড়াছুড়ি,আহমেদ সফিকে নিয়ে অনেকে ফান শুরু করছেন,চোখে সানিপড়ছে তাই......অনেকে বলেন হেফাজত এই আন্দোলন করার কারনে সানিলিউন আরো বেশি প্রচারনা পাচ্ছে,আগে যারা জানতনা এখন তারা আরও বেশি জানবে। কৌতুহল বশত নেটে সময় নষ্ট করবে,বিশেষ করে টিনেজরা। থামেন ভাই হেফাজতের কথা বাদই দিলাম,সে যে ঢাকা আসবে তা আমরা জানলাম কিভাবে? পত্রিকা,টিভি নিউজ? যারা জানার তারা এভাবেই এই মাধ্যমগুলোর মাধ্যমেই জানত,প্রথম আলো ত মনে হয় ২০১৪ সাল থেকে প্রচার করছে সানিলিউন ঢাকায় আসবে।
বাঙালি জাতিটাই বীরের জাতী। এর যে কোন কিছুতেই যুদ্ধে জাপাইয়া পড়ে।
মানে একজন যা করবে তার বিপক্ষে একজন না একজন দাড়াবেই,ভালো কাজ হলেও।
হেফাজতের সব কাজে শাহবাগের,বা মুক্তমনারা বা আওয়ামীরা লাগবেই।
হেফাজত যা বলবে তার উলটো একটা কিছু করতেই হবে এদের??
কেনরে ভাই্ আওয়ামী,শাহবাগী,মুক্তমনারা ত অনেক ভাল কাজ করে তাদের কেন সেই ভাল কাজে হেফাজত সহায়াতা করবে না??
বা হেফাজতের ভাল কাজে কেন এরা আসবে না???
ঐযে বললাম আমরা বীরেরজাতি! প্রতিরোধ প্রতিবাদ আমাদের রক্তে মিশে আছে,আমার বিপক্ষ গ্রুপ ভাল কাজ করলেও সেটাকে বিতর্কিত করতেই হবে মিশনে নেমেযাই।
হেফাজত যে দাবিটা তুলেছে তা কি সঠিক কি না?? শুধু এটা বলেন বাকি সব বাদ দিলাম। ধরুন হেফাজত এ দাবিটা করে নাই অন্য কেউ করেছে মানতেন কি? না মাননে এই দাবি বা আন্দোলনের ভুল কোথায়?
সে বাংলাদেশে না আসলে আমাদের বা বাংলাদেশের ক্ষতিটা হবে কি?
বরং লাভ আছে অনেক,দেশের কয়েক কুটি টাকা বিদেশে যাবে না,নতুন কিছু টিনেজ ছেলে-মেয়ে কৌতুহল বশত পর্নোগ্রাফিতে আশক্ত হওয়ার হাত থেকে রক্ষা পাবে।
সানিলিউনের বিরুদ্ধে হেফাজত যে দাবি তুলেছে তার সমালোচনা যারা করেন বা তারা তার ভিডিও দেখে কি না তা প্রমান করতে মাঠে নেমেছেন তারা কারা? আপনি ভাল করেই বুঝেগেছেন।