অনেকদিন থেকে বাংলায় উবুন্টু চলতি ভার্সনের জন্য একটা ভাল টিউটোরিয়াল খুঁজছেন? ভাবছেন, অমুক বন্ধুকে একটা বাংলা টিউটোরিয়াল দিতে পারলে ভাল হত? কিংবা ভাল টিউটোরিয়াল না পেয়ে উবুন্টুটা একলা একলা ইনস্টল করা সাহস পাচ্ছেন না? তবে এইবার বোধহয় আপনার অপেক্ষার পালা ফুরোলো।
অবশেষে বহু ঝড়-ঝঞ্ঝার পর বিএলইউএ ডকুমেন্টেশন দল প্রকাশ করেছে 'উবুন্টু ৯.০৪ সহায়িকা'। এই সহায়িকা শুরু হয়েছে একেবারে গোড়া থেকে। ওপেন সোর্স কি, লিনাক্স কি, কিভাবে এলো ইত্যাদি সম্পর্কে তো জানা যাবেই, আরো জানা যাবে উবুন্টু ইনস্টল করবার আগে কি কি সতর্কতামূলক প্রস্তুতি থাকা ভাল। উবুন্টু ইনস্টলের পদ্ধতি কি, কিভাবে উবুন্টুতে ইন্টারনেট কনফিগার করা যায়,কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় ইত্যাদি। এই টিউটোরিয়ালে সমাধানগুলো গ্রাফিক্যালি করার পাশাপাশি কমান্ড লাইন থেকেও কি করে করা যাবে সে ব্যাপারগুলোও আলোচনা করা হয়েছে।
ডাউনলোড করুন উবুন্টু ৯.০৪ সহায়িকা (পিডিএফ ফাইল, ২.৭ মেগাবাইট)
- শাবাব মুস্তাফা
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৩