(ঠিকানা পরিবর্তনের কারণে ফর্মটির নতুন লিংক দেয়া হলো ডাউনলোডের জন্য ।)
*** *** ***
ফিউশন ফাইভ -কে ধন্যবাদ চটজলদি ফর্মের পরিমার্জিত সংস্করণ আপলোড করার জন্য । সকলের সুবিধার্তে নতুন ফর্মটির ডাউনলোড করার লিংক মূল পোস্টের সাথে সংযুক্ত করা হলো ।
*** *** ***
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ?
আর কতবার দেখতে হবে খান্ডবদাহন ?
৩৮ বছর হয়ে এলো এক নদী রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার; তবু বুকের কোথায় জানি বিঁধে থাকা একটি কাঁটা বারবার রক্তাক্ত করে তোলে নিজেদের । বিশাল এক অর্জনের পরও অদ্ভূত এক ব্যর্থতায় কুঁকড়ে যেতে হয় কেবলই । আমারই মা-বোনের সম্ভ্রম লুটেরারা আজ পতাকা শোভিত গাড়ী হাঁকিয়ে যায় ! পাকবাহিনীর বর্বরতার দোসরেরা আজ বুক ফুলিয়ে অস্বীকার করে আমাদের আত্মত্যাগের ইতিহাস ! লুন্ঠিত হয় স্বাধীনতার সম্ভ্রম আরেকবার, ক্ষত-বিক্ষত হয় স্বাধীনতা আজ এতো বছর পরেও, বারংবার !
না ! আর নয় ! বাঙালির প্রতিটি শিরায়, ধমনীতে এখনও সেই বিক্ষোভ বহমান। এইসব দেশদ্রোহী, রাজাকার, যুদ্ধাপরাধীদের বিচার বাঙালী এবার করবেই করবে। যতটুকু অপূর্ণতা আছে, এবার তা পূরণ হবেই । আবারো আন্দোলন হবে পথে-পথে, মোড়ে-মোড়ে, অলিতে-গলিতে, রাজপথে ...
স্বাধীনতা তুমি
পতাকা শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল ।
হ্যা; আমরা আরেকবার মিলিত হয়েছি ত্রিশ লক্ষ শহীদের আর বীরাঙ্গনাদের আত্মত্যাগের মর্যাদা দিতে; হাতে হাত রেখে চলছি রাজপথে , কন্ঠে কন্ঠ মিলিয়েছি এক দাবিতে -
"রাজাকার মুক্ত সংসদ চাই"
"একাত্তরে মা-বোনদের সম্ভ্রম নষ্টকারী, হত্যাকারী সেইসব ঘৃণিত যুদ্ধাপরাধীদের বিচার চাই"
*** *** ***
আমরাও পিছিয়ে নেই এই আন্দোলনে; অন্যান্য কিছু পরিকল্পনার পাশাপাশি প্রাথমিকভাবে গণস্বাক্ষর কার্যক্রম হাতে নেয়া হয়েছে । কয়েক ধাপে এই গণস্বাক্ষর কার্যক্রম সম্পন্ন হবে । এই কার্যক্রমের প্রথম ভাগে আমরা ২১শে ফেব্রুয়ারীর মধ্যে গণস্বাক্ষর কার্যক্রমের ফর্ম জমা দিতে আহ্বান জানাচ্ছি সবাইকে। এই গণস্বাক্ষর সংগ্রহ করলেই যে যুদ্ধাপরাধীদের বিচার কার্যটি নিশ্চিত হবে তা নয়; এর আগেও অনেকেই বিভিন্নভাবে গণস্বাক্ষর সংগ্রহ করেছে । তারপরও বারবার এই প্রসংগটি ফিরে আসার কারন সর্বসাধারণের কাছে বার্তা পৌঁছে দেয়ার প্রয়োজনীয়তা, সর্বসাধারণকে আন্দোলনে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা ।
"একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার,
সারা বিশ্বের বিম্ময়, তুমি আমার অহংকার..."
*** *** ***
ব্লগের সবাই উন্মুখ হয়ে আছেন ব্লগার সমাবেশে উত্থাপিত গণস্বাক্ষর সংগ্রহের ফর্মটির জন্য । নিম্নের লিংক থেকে ফর্মটি (পি.ডি.এফ ফাইল) ডাউনলোড করা সম্ভব হবে ।
মিডিয়া ফায়ার থেকে : http://www.mediafire.com/?dunzmz5nyzm
অথবা
ইস্নিপস থেকে : Click This Link
অথবা
জে.পি.জি ফরম্যাট এর জন্য : Click This Link
*** ***
গণসাক্ষর তালিকাটি পূরণ করে সরাসরি অথবা ডাক মারফত নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে :
কিংবদন্তী, শোরুম নং ১২৭, দোতালা, আজিজ সুপার মার্কেট-১০০০, শাহবাগ, ঢাকা-১০০০ ।
Kingbadantee, Room # 127 (1st Floor), Aziz co-operative super market, Shahabagh, Dhaka- 1000.
(কিছু কারণ বসত: সামহোয়্যার ইন..ব্লগের ঠিকানা ব্যবহার করা হচ্ছে না; ঠিকানা পরিবর্তন সংক্রান্ত জামাল ভাস্কর এর পোস্টের লিংক - Click This Link )
খামের উপরে লিখতে পারেন - "যুদ্ধাপরাধীদের বিচার চাই"
উল্লেখ্য, স্বাক্ষর তালিকার কোন প্রকার স্ক্যান-কপি গ্রহণ করা হবে না ।
*** *** ***
ফর্ম সংক্রান্ত , আমাদের এই আন্দোলনের বিভিন্ন দিক এবং গত ৩রা জানুয়ারী ২০০৯ এর ব্লগ আড্ডায় আলোচিত বিভিন্ন মতামত সম্পর্কে বিস্তারিত জানতে -
ব্লগার কৌশিক -এর পোস্ট : Click This Link
ব্লগার জামাল ভাস্কর -এর পোস্ট : Click This Link
*** *** ***
একাত্তরে আমি , আপনি সহ এই প্রজন্মের অনেকেই ছিলাম না; তবুও আজ অগ্রজদের সাথে নিয়ে আমরাও শরিক হয়েছি যুদ্ধাপরাধীদের ঔদ্ধতার প্রতিবাদে, মুখরিত হয়েছি যুদ্ধাপরাধিদের বিচারের দাবিতে। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার দায়ভার আমাদের উপরও বর্তায় ।
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত
ঘোষণার প্রতিধ্বনি তুলে,
নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক
এই বাংলায়
তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।
*** *** ***
আপনি দেশের যে প্রান্তেই থাকুন; কিনবা সুদূর প্রবাসে; আপনার স্বাক্ষর আপনাকেও একত্রিত করবে এই আন্দোলনে । প্রতিটি সাক্ষর থেকে ধ্বনিত-প্রতিধ্বনিত হবে একই অঙ্গীকার ,
"একাত্তরে মা-বোনদের সম্ভ্রম নষ্টকারী, হত্যাকারী সেইসব ঘৃণিত যুদ্ধাপরাধীদের বিচার চাই"
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৪