সেন্ট মার্টিনে যে কোনদিন যায়নি, তাকে হাজার বলেও সেন্ট মার্টিনের আনন্দ ও মজা বোঝানো সম্ভব না। তবে ভিডিও করে দেখানো গেলে আলাদা কথা। তো সেই প্রয়াস ও নিজের সৃতিগুলো ধরে রাখার চেষ্টা। নিজের অজান্তেই বলে উঠবেন, বাংলাদেশ যে এত সুন্দর, সেটা শুধু গানেই বলা হয়েছে, দেখা আর হয়নি।
১৯ মে ২০১৫, সকালের ঘুম টা ভাংলো সেন্ট মার্টিনের সীমানা পেরিয়ে নামক রিসোর্টে। সকাল থেকেই সারপ্রাইজ শুরু। আমরা যারা ঢাকা বা কাছাকাছি শহরে থাকি, তারা হয়তো এমন একটা সকাল কল্পনাও করতে পারি না। সারা রাত সী বিচে আড্ডার পর সকালে সমুদ্রের গর্জনে ঘুম ভাঙা আর সাথে সাথেই সমুদ্রের থেকে ছুটে আশা ঠান্ডা বাতাস, সে এক অভূত অভূতপূর্ব অভিজ্ঞতা ও ভাল লাগা।
যা কোনদিন কারো পখে মুখে বলে বা ডিজিটাল ছবি/ভিডিও দেখিয়ে বোঝানো সম্ভব না। একমাত্র সেখানে থাকলেই উপলব্ধি করা যেতে পারে।
আমি নিশ্চিত ভিডিও টি দেখার পর আপনি সেন্ট মার্টিনে যাওয়ার প্ল্যান শুরু করে দিবেন। আর যেতে হবে কিছু এই অফ সিজনেই। শীতের জন্য অপেক্ষা করলে হবে না।
সেন্ট মার্টিনের আরো কিছু স্থানের ভিডিও আছে যা এখনো আপলোড করা হয়নি। ইচ্ছা আছে একের পর এক সব আপলোড করা। সেগুলো দেখলে সেন্ট মার্টিন না গিয়ে পারবেন না। ইচ্ছা আছে সেন্ট মার্টিন যাওয়া, থাকা, খাওয়া ও অন্যান্য সকল খরচ নিয়ে যা যা প্রয়োজন, সাধারণ ভুল ও জানা উচিত কিছু বিষয় নিয়ে আরেকটা ব্লগ লেখার।
নোটঃ
একই সাথে ব্যাক্তিগত ব্লগে সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ ক্যাটাগরীতে হুবহু প্রকাশিত। - এখানে যা আছে, তাই।