![]()
আজ স্বপের ডালে জীবন সুতার মাঝে তোমায় বেঁধে রাখার শপথ নিলাম
নির্জন রাস্তায় একাকী হেঁটে অন্ধকারের জোনাকি ছুঁয়ে তোমায় দিলাম
সবুজ ঘাসের মাঝে জমে থাকা প্রভাতের শিশির
আর তার মাঝে ছুটে চলা লাল ঘাসফড়িং আমি তোমায় দিলাম
আমি কথা দিলাম আজ হতে তোমার প্রতিটি অশ্রুর জল আমি হলাম
আজ তোমার জন্য নিয়ে এলাম নদীর তীরে হেসে খেলে বেড়ে উঠা
কাশবনের ফাঁকে লুকিয়ে থাকা সন্ধ্যা মালতির একটি কলি
এটি গ্রহণ করো এরি মাঝে খুঁজে পাবে
আমার ভালবাসার সকল সুপ্ত অনুভূতি
শ্রুভ্র মেঘের নীচে উড়ে যাওয়া একদল সাদা পাখির দিব্যি
তোমায় আমি যে অনেক অনেক ______________ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



