চুইংগামের সব রস শুষে নিয়েছে হাড়-বজ্জাত শক্ত চোয়াল
অবশিষ্ট আছে একদলা উচ্ছিষ্ট রাবার।
আম-আদমী নামক চুইংগামেরা বারংবার থাকবে একই আবর্তনে
পোষাক পাল্টে নতুন মোড়কে পুরে শোষন চলবে অনাদিকাল।
আশাবাদী মানুষেরা যুগে যুগে ওদের অভয় দেবে
শোনাবে আশার বাণী, পরিবর্তনের হাওয়ায়
ভয়ে কি র্নিভয়ে ওরা ঢুকবে আশাবাদী চোয়ালে
ফলাফল বলে দেয়ার জন্য জ্যোতিষবিদ্যা জানার আবশ্যকতা নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩