আপনাদের কাছে আকুল আবেদন
সামর্থবান ব্যক্তিদয় যারা কুরবানী
করবেন তারা অন্তত ১০০০/৫০০
টাকা বাঁচিয়ে বন্যার্ত মানুষের পাশে
দাড়ানোর জন্য আমি অনুরোধ করছি
সে সব এলাকায় বন্যার্ত মানুষের
জন্য ত্রান সংগঠন কাজ করছেন
তাদের দিকে হাত বাড়িয়ে দিন।
আমার আকুল আবেদন রইল
সারাদেশের মানুষের কাছে। অতপর
কলেজ ভার্সিটির সোনার ছেলেরা
এগিয়ে যাবে বন্যার্ত মানুষের পাসে।
এই ভরসা রাখি। ঘরে থাকা মা
বোনেরা সাহায্যের হাত বাড়িয়ে দিন
যে যতটুকু পারেন।
আমি কানিজ রিনা।